কালীগঞ্জে নারী, যুব ও কৃষক জনগোষ্টির চাহিদা, সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে সমন্বয় সভা

সিটিভি নিউজ।। মানিক ঘোষ, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি:===============
ঝিনাইদহের কালীগঞ্জে নারী, যুব ও কৃষক জনগোষ্টির চাহিদা, সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক, যুব, নারী প্রতিনিধি, এনজিও কর্মকর্তা ও সাংবাদিকদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার আয়োজনে ও হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের সহযোগিতায় বৃহষ্পতিবার (১৪ আগষ্ট) উপজেলা কৃষি অফিসের হলরুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বিএনএসকেএস এর সভানেত্রী মোছা: মনোয়ারা খাতুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা মোছা: তাসলিমা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা (সম্প্রসারন) মো: আক্তারুজ্জামান মিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: জিন্নু রাইন, উপজেলা সমবায় অফিসার শ.ম রাশিদুল আলম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো: খাইরুল আলম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা। এছাড়াও সমন্বয় সভায় বক্তব্য রাখেন সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস, সাংবাদিক হুমায়ন কবির প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শাহজাহান আলী বিপাশ ও মাকসুদ রানা।
সমন্বয় সভায় কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়ন ও নিয়ামতপুর ইউনিয়নের যুব প্রতিনিধি, কৃষক প্রতিনিধি ও নারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমন্বয় সভায় নারী, যুব ও কৃষক জনগোষ্টির অভিজ্ঞতা ও সমস্যাগুলো সরাসরি তুলে ধরা হয়। মাঠ পর্যায়ে চ্যালেঞ্জগুলো সরকারিভাবে চিহ্নিত ও সমাধানের পথ খোজা হয়, সংশ্লিষ্ট দপ্তরের করনীয় নির্ধারন ও প্রতিশ্রুতি গ্রহন করা হয় এবং সরকার ও জনগনের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন করা হয়। সংবাদ প্রকাশঃ ১৫-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন