শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত এবং পার্সেন্ট অনুযায়ী বাড়ি ভাড়া প্রদানের সিদ্ধান্ত

সিটিভি নিউজ।। আজ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে জোটের আহবায়ক অধ্যক্ষ মোঃ মাইন উদ্দিনের সভাপতিত্বে ১২ফেব্রুয়ারি—২০২৫ খ্রিঃ থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ২২ দিনের আন্দোলনের প্রেক্ষিতে সচিবালয়ে সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সামনে সাবেক শিক্ষা উপদেষ্টা ও বর্তমান পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ মহোদয়ের ঘোষণা অনুযায়ী সরকারি নিয়মে বাড়িভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা, শ্রান্তি বিনোদন ভাতা প্রদান ও সর্বজনিন বদলি চালুসহ এমপিওভুক্ত (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং প্রশাসনের অনুরোধে সচিবালয়ে অভিমূখে পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়। সমাবেশে সারা দেশ থেকে প্রায় ৫০ হাজারের বেশি শিক্ষক—কর্মচারী অংশগ্রহণ করেছে। এ সময় প্রেসক্লাবের সামনে দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ে। শিক্ষকদের উপস্থিতি পশ্চিম দিকে মৎস্য ভবন পর্যন্ত এবং পূর্ব দিকে পল্টন পর্যন্ত ছড়িয়ে পড়ে। সমাবেশে দাবিগুলোর সাথে একাত্বতা ঘোষণা করে বক্তব্য রাখে এনসিপির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ শান্তসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ চলাকলে প্রশাসনের পক্ষ থেকে জোটের ১০ জন সদস্যকে শিক্ষা মন্ত্রণলয়ে দাবি দাওয়ার ব্যাপারে আলোচনার জন্য নিয়ে যাওয়া হয়। আলোচনায় অংশ নেন শিক্ষা উপদেষ্টা ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আলোচনান্তে মন্ত্রণালয় জানায় যে, জাতীয়করণ প্রত্যাশী জোটের দাবির প্রেক্ষিতে কর্মচারীদের উৎসব ভাতা ৫০% থেকে ৭৫%, শিক্ষকদের বাড়িভাড়া ১০০০ থেকে ২০০০/— টাকা এবং মেডিকেল ভাতা ৫০০ থেকে ১০০০ টাকা করার ডিও লেটার শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে ৭ আগস্ট ২০২৫ খ্রি: তারিখে প্রেরণ করা হয়েছে। নেতৃবৃন্দ মন্ত্রণালয়ে এই সিদ্ধান্ত কে সাধুবাদ জানিয়ে বলেন যে, এমপিওভু্ক্ত শিক্ষকদের অবশ্যই পার্সেন্ট অনুযায়ী বাড়ি ভাড়া প্রদান করতে হবে। পার্সেন্ট অনুযায়ী প্রদান না করলে এমপিওভুক্ত শিক্ষা স্থবির হয়ে পড়বে। এ সময় শিক্ষা উপদেষ্টা বাড়িভাড়া পার্সেন্ট অনুযায়ী প্রদানের দাবি মেনে নেন। এ সময় নেতৃবৃন্দ কমপক্ষে ২০ শতাংশ হারে বাড়িভাড়া প্রদানের জোর দাবি জানান।
জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, এবছরের ফেব্রুয়ারির ১২ তারিখ থেকে জোটের ২২ দিনের আন্দোলনের প্রেক্ষিতে এমপিওভুক্ত শিক্ষকদেরকে সরকারের পক্ষ থেকে সরকারি নিয়মে বাড়িভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছিল। ইতোমধ্যে ঘোষণা অনুযায়ী শিক্ষকদের উৎসব ভাতা ২৫ থেকে ৫০ ভাগে উন্নীত করা হযেছে। এজন্য জোটের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু সরকারি নিয়মে বাড়িভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন এখন পর্যন্ত জারি করা হয়নি যা অত্যন্ত দুঃখজনক। আগামী ১৩ সেপ্টেম্বর, ২০২৫ইং এর মধ্যে কমপক্ষে ২০ শতাংশ হারে বাড়িভাড়ার এবং অন্যান্য দাবিগুলোর প্রজ্ঞাপন জারি করা না হলে এবং সর্বজনিন বদলি চালুসহ এমপিওভুক্ত (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) শিক্ষা জাতীয়করণের ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে নিম্নোক্ত কর্মসূচি পালন করতে বাধ্য হবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা।
* ১৪ সেপ্টেম্বর, ২০২৫ সারা বাংলাদেশের সকল এমপিওভু্ক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধদিবস কর্ম বিরতি পালিত হবে। * ১৫ ও ১৬ সেপ্টেম্বর ২০২৫ সারা বাংলাদেশের সকল এমপিওভু্ক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ণ দিবস কর্ম বিরতি পালিত হবে। * কর্ম বিরতির ব্যাপারে জনমত গঠনের লক্ষ্যে বিভাগীয় শহরগুলোতে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। * ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি পালিত হবে।
গতকাল বিভিন্ন জেলা থেকে কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে বের হওয়া শিক্ষকদের বিভিন্ন জায়গায় বাঁধা প্রদান করা হয়েছে্, গাড়ি আটকে দেওয়া হয়েছে এবং হয়রানি করা হয়েছে। জোটের পক্ষ থেকে এহেন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সমাবেশে যুগ্ম আহ্বায়কের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ মিজানুর রহমান, মোঃ নূরুল আমিন হেলালী, মোঃ হাবিবুল্লাহ রাজু, মোঃ জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সদস্য সচিবদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ রফিকুল ইসলাম, অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন, মোঃ শান্ত ইসলাম, মোঃ আশরাফুজ্জামান হানিফ, প্রকৌশলী আবুল বাশার, মোঃ ইমরান খান ও মোঃ নূরে আলম বিপ্লব, জোটের সমন্বয়ক মোঃ জহিরুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম, মোঃ তোফায়েল সরকার, আব্দুল হাই সিদ্দীকি, আফরোজা শ্রাবণ, মিজানুর রহমান মাহিন, আহসান হাবিব, বিভাগীয় সমন্বয়কবৃন্দ, জেলা সমন্বয়কবৃন্দ এবং বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত শিক্ষক নেতৃবৃন্দ।
ধন্যবাদান্তে—
অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী
সদস্য সচিব, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, ০১৯৩৮২২৪৩৮২
সংবাদ প্রকাশঃ ১৪-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন