aaa
ঢাকাWednesday , 13 August 2025
সর্বশেষ সবখবর

মুরাদনগরে চেয়ারম্যানকে হয়রানির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন

CTV News 24
August 13, 2025 3:43 pm
Link Copied!

সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর সংবাদদাতা জানান =======
কুমিল্লার মুরাদনগর উপজেলার ২নং আকুবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুলাল মিয়াকে হয়রানির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার দুপুরে কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের মেটংঘর বাসস্ট্যান্ডে কয়েকশো নারী-পুরুষ এই কর্মসূচিতে অংশ নেন।
সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করার ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ এলাকাবাসীর তোপের মুখে প্রায় একঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
জানা গেছে, ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল মামলাজনিত কারণে পলাতক থাকায় ইউনিয়নের নাগরিক সেবা ব্যাহত হচ্ছিল। এই পরিস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা গত ১০ জুলাই প্যানেল চেয়ারম্যান দুলাল মিয়াকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেন। এর পরপরই একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে মানহানিকর ও অসত্য তথ্য ছড়াতে শুরু করে।
অন্যদিকে, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা চন্দন কুমার দাস ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুলাল মিয়ার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন এমন খবরে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, চন্দন কুমার দাস কয়েকজন ইউপি সদস্যের প্ররোচনায় দুলাল মিয়াকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ থেকে সরানোর ষড়যন্ত্র করছেন।
এই পরিস্থিতিতে দুলাল মিয়াকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে বহাল রাখার জন্য ৮ জন ইউপি সদস্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। এলাকাবাসী মনে করছেন, এসব ষড়যন্ত্রের কারণে ইউনিয়নের সাধারণ মানুষ সুষ্ঠু নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
এ বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা চন্দন কুমার দাস বলেন, কয়েকজন মেম্বার চায় এখানে প্রশাসক নিয়োগ হোক। আর আমি যদি চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে থাকি প্রমান করুক। দু’পক্ষই আমাকে দোষারোপ করছে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, সড়ক অবরোধ করে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করায় যানবাহন অল্প সময়ের জন্য বন্ধ ছিল, কিছুক্ষন পরে আবার স্বাভাবিক হয়ে যায়।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, ‘আমি কাউকে দায়িত্ব দেইনি। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দুলাল মিয়া বিধিবিধান মেনেই নিয়মতান্ত্রিক ভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। শুনেছি কয়েকজন মেম্বার দায়িত্ব পালনে তাকে বাধাঁ দিচ্ছে। তাকে বহাল রাখার জন্য এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে। বিষয়টি আমি উর্ধ্বতন কর্তপক্ষকে জানাবো।’ সংবাদ প্রকাশঃ ১৩-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

"এই সাইটে কোন নিউজ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।"