নারায়ণগঞ্জে গৃহবধূ ও যুবকের মরদেহ উদ্ধার

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জে পৃথক স্থান থেকে গৃহবধূ ও যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) সকাল ৯ ও সাড়ে ৯টায় মরদেহগুলো উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
মরদেহের মধ্যে একজনের নাম লাকি আক্তার (৩৫)। তিনি শিমরাইল মোড় এলাকার রুবেল মিয়ার স্ত্রী। অন্যজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানিয়েছে, বুধবার সকাল সাড়ে ৯টায় চিটাগাংরোডের শিমরাইল মোড় এলাকায় গৃহবধূ লাকি আক্তারের গলাকাটা মরদেহ দেখতে পান স্থানীয়া। পরবর্তীতে পুলিশকে জানানো হলে মরদেহ উদ্ধার করা হয়। মৃত গৃহবধূ নিজ স্বামী রেখে স্বামী-স্ত্রী পরিচয়ে নিরব নামে প্রতিবেশীর বাসায় প্রায় ৬ মাস ধরে যাতায়াত করতেন।
মঙ্গলবার রাতে নিরবের বাসায় এলে সেখানেই মরদেহ পাওয়া যায়। স্থানীয়দের ধারণা, স্বামী পরিচয় দেওয়া নিরব কর্তৃক এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
এদিকে এর আগে সকাল ৯টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নং ওয়ার্ডের ডিএনডি লেকে আনুমানিক ২১ বছর বয়সী একজন যুবকের মরদেহ পানিতে ভেসে ওঠে। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, মৃত নারীর স্বামীর নাম রুবেল মিয়া। তিনি নিজ স্বামীর পরিবর্তে নিরব নামক আরেক যুবকের সঙ্গে থাকছিলেন। আমরা নিরবের বাসা থেকে মরদেহ উদ্ধার করেছি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, গৃহবধূ লাকি আক্তার নিরব নামক এক ব্যক্তির বাসায় ছিল। আশপাশের মানুষ জানিয়েছে এই নারী দীর্ঘ ৬-৮ মাস ধরে নিরবের সঙ্গে পরকীয়া সম্পর্ক রেখে তার বাসায় যাতায়াত করতো। তার ধারাবাহিকতায় রাতেও এসেছিল। মরদেহ উদ্ধার হয়েছে। তবে পরকীয়া প্রেমিক নিরবের বাসা থেকে মরদেহ পাওয়া গেলেও সে পলাতক রয়েছে। নিহতের সন্তানরা ছোট হওয়া সব সঠিকভাবে বলতে পারছে না। তার স্বামীর সঙ্গে কথা হয়েছে।
অপরদিকে ডিএনডি খাল থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সংবাদ প্রকাশঃ ১৩-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন