ব্রাহ্মণপাড়ায় মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদে ৩৩ বছর ইমামতির পর ফুল সজ্জিত গাড়িতে ইমামের রাজকীয় বিদায়

সিটিভি নিউজ।। ‎মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।================
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদে দীর্ঘ ৩৩ বছর ইমামতি করার পর ফুলে ফুলে সজ্জিত গাড়িতে করে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু নছরকে রাজকীয়ভাবে বিদায় দেওয়া হয়েছে। (১০ আগস্ট) রবিবার সকাল ৯ টায় মসজিদ প্রাঙ্গনে বিপুলসংখ্যক লোকের উপস্থিতিতে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শামসুল আলম ও কমিটির সদস্যসহ এলাকাবাসীর উপস্থিতিতে ৫ লক্ষ ২৮ হাজার টাকা ও সম্মাননা স্মারক ক্রেস্ট ইমাম হাফেজ মাওলানা আবু নছর এর হাতে তুলে দেওয়া হয়। পরে ফুলের মালা দিয়ে ফুলসজ্জিত গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এসময় গ্রামের নারী-পুরুষের মধ্যে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। ৭০ বছর বয়সি ইমাম হাফেজ হযরত মাওলানা আবু নছর চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি ১৯৯২ সাল থেকে টানা ৩৩ বছর ধরে মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেন। বার্ধক্যজনিত কারণে স্বেচ্ছায় অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলে তার সম্মানে এ ব্যতিক্রমধর্মী বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও এলাকাবাসী। উক্ত অনুষ্ঠানে মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদে কমিটির সভাপতি সাবেক দুইবারের উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শামসুল আলম বলেন, ইমাম সাহেব শুধু ইমামতি করেননি তিনি আমাদেরকে জীবনের নানা দিক-নির্দেশনা দিয়েছেন এবং সমাজের মানুষ যেন দিনের পথে আসে সে কাজ করেছেন। তার দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা এমন সম্মাননা দিয়েছি। বিদায়ের পূর্ব মুহূর্তে আবেগ জড়িত কন্ঠে ইমাম হাফেজ হযরত মাওলানা আবু নছর বলেন, জীবনের বড় একটি অংশ এই মসজিদে আর গ্রামের মানুষের সাথে কেটেছে। আমি সারা জীবন দিনের খেদমতে নিয়োজিত ছিলাম। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, তিনি আমাকে এমন সম্মান দিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন। স্থানীয়রা জানান এভাবে কোন ইমামকে বিদায় নিতে আগে কখনো দেখা যায়নি। মসজিদের ইমামের প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা এ আয়োজন এর মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠে। ইমামের গাড়ির পেছনে ছিল গ্রামের যুবকদের মোটরসাইকেলের বহর। এসময় গ্রামের সর্বস্তরের মানুষ ইমামকে বিদায় জানাতে রাস্তার দুই পাশে ভিড় করেন। বিদায় সংবর্ধণা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন হাফেজ সাইফুল ইসলাম। নাতে রাসুল পরিবেশন করেন মাওলানা ফয়েজ আহাম্মদ। এতে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ শামসুল আলম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মিয়া মোহাম্মদ সাদী, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফুল মিয়া সরকার, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মিঠু মিয়া, মুস্তাফিজুর রহমান সিকদার, জামাল মাস্টার, ফখরুল সরকার, আমিনুল ইসলাম লিটন, মোসলেম সর্দার, সুজন সিকদার, মিয়া মোহাম্মদ রায়হান, এমদাদুল হক ইমন, টিটু মিয়া, মিয়া মোহাম্মদ টিটু, মিয়া মোহাম্মদ শাহজাহান, মিয়া মোহাম্মদ শাহাদাত, মিয়া মোহাম্মদ সাইফুল ইসলামসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গরা। সংবাদ প্রকাশঃ ১১-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন