সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লালমাই প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। লালমাই প্রতিনিধি জানান ===== গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর সাংবাদিক মো: আসাদুজ্জামান তুহিনকে
প্রকাশ্যে নৃশংস হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের ফাঁসি ও সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে লালমাই প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
১১আগস্ট (সোমবার) বিকাল ৪টায় লালমাই উপজেলা পরিষদ কমপ্লেক্স এর সামনে কুমিল্লা – নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন লালমাই প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক শিরোনাম পত্রিকা সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম ও সঞ্চালনা করেন প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও সাপ্তাহিক চলন পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ নূরে আলম মানিক, সহ অর্থ সম্পাদক ও অপরাধ বিচিত্রা লাকসাম উপজেলার সাংবাদিক মোঃ খোরশেদ আলম,লালমাই প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলার আলোড়ন পত্রিকা নিজস্ব প্রতিবেদক মোঃ মোস্তফা কামাল মজুমদার, দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের কলাম পত্রিকা সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক ও অপরাধ বিচিত্রা স্টাফ রিপোর্টার রোখসানা আকতার সুখী, সদস্য ও দৈনিক রূপসী বাংলা পত্রিকা সাংবাদিক শ্যামল বড়ুয়া ববি,সদস্য ও দৈনিক একাত্তর পত্রিকা সাংবাদিক মোঃ আবাদ মিয়া, সদস্য ও দৈনিক কুমিল্লার কন্ঠ পত্রিকার সাংবাদিক মোঃ আহসান উল্লাহ রাজু,সদস্য ও দি ডেইলী সান পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ কামরুর ইসলাম খান,সদস্য ও দৈনিক ভোরের কথা পত্রিকা সাংবাদিক মোঃ আজহারুল ইসলাম, সদস্য ও দৈনিক জনতার খবর পত্রিকার সাংবাদিক মোঃ সালামত উল্লাহ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তাগন বলেন, গাজীপুরের সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যায় জড়িতদের বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান। সারাদেশে সাংবাদিকদের রাষ্ট্রীয় ভাবে নিরাপত্তা ও নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন সহায়তা করার দাবি জানান। সংবাদ প্রকাশঃ ১১-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন