গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে কুমিল্লার মুরাদনগরে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের একাংশ। উপজেলা পরিষদের সামনে স্থানীয় সাংবাদিকরা এই কর্মসূচির আয়োজন করেন।
সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর সংবাদদাতা জানান ===========
দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে কুমিল্লার মুরাদনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদের সামনে স্থানীয় সাংবাদিকরা এই কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাবেক সভাপতি আজিজুর রহমান রনি, সাংবাদিক এমকেআই জাবেদ, সাংবাদিক রায়হান চৌধুরী, সাংবাদিক খোরশেদ আলম, সাংবাদিক মনির হোসেন, সাংবাদিক সাজ্জাদ হোসেন ও সাংবাদিক রুহুল আমিন।
বক্তারা উল্লেখ করেন, সম্প্রতি দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা বেড়ে যাওয়ায় গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে সত্য ও তথ্য জনগণের সামনে তুলে ধরেন। কিন্তু বারবার হামলা, মামলা ও হত্যার শিকার হয়ে তারা পেশাগত দায়িত্ব পালনে ঝুঁকির মুখে পড়ছেন।
বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড একটি পরিকল্পিত এবং নৃশংস ঘটনা। দেশের গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। একইসাথে হত্যাকারীদের দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। বক্তারা সতর্ক করে বলেন, সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যম স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অশনিসঙ্কেত।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক আজিজুল হক, সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক সাখাওয়াত হোসেন তুহিন, সাংবাদিক শামীম আহমেদ, সাংবাদিক নজরুল ইসলাম, সাংবাদিক আবুল বাশার, সাংবাদিক মাসুম মিয়াজি, ময়নাল হোসেন, উমর ফারুক, ময়নাল হোসেন ও ইউনুস মিয়া প্রমুখ। সংবাদ প্রকাশঃ ১১-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com