কুমিল্লার মুরাদনগরে গণপিটুনির মামলা দিয়ে হয়রানী বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সিটিভি নিউজ।। শাকিল মোল্লা, প্রতিনিধি।।===
কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ী গ্রামে গণপিটুনির ঘটনাকে রাজনৈতিক ইস্যু বানিয়ে নিরীহ ব্যক্তিদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় কড়ইবাড়ী স্টেশন এলাকায় এ কর্মসূচির আয়োজন করে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক গণপিটুনির ঘটনাকে কেন্দ্র করে প্রভাবশালী মহল রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য নিরপরাধ মানুষকে আসামি করে হয়রানিমূলক মামলা দিয়েছে। এতে অনেক সাধারণ পরিবারের নারী-শিশুরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। তারা বলেন, প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হোক, কিন্তু নির্দোষ মানুষকে হয়রানি করা বন্ধ করতে হবে।
বক্তারা আরও বলেন, মিথ্যা মামলা দিয়ে এলাকায় রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা হচ্ছে, যা সামাজিক শান্তি নষ্ট করছে। এ ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন তারা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল কড়ইবাড়ী স্টেশন এলাকা প্রদক্ষিণ করে কড়ুইবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে স্থানীয় নারীরা অংশ নেন। সংবাদ প্রকাশঃ ১১-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন