সিটিভি নিউজ।। এটিএম মাজহারুল ইসলাম, চান্দিনা প্রতিনিধি (কুমিল্লা):===== কুমিল্লার চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা এবং সাংবাদিক আনোয়ার হোসেনকে পুলিশের সামনেই হত্যার উদ্দেশ্যে পাথর দিয়ে থেতলে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এ সময় সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
শনিবার (৯ আগস্ট ২০২৫ইং) বিকেল ৩টায় চান্দিনা থানার সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
আনন্দ টিভির কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি ও চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম.আর ইমরানের সভাপতিত্বে এবং চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের চান্দিনা প্রতিনিধি ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- মাই টিভির চান্দিনা প্রতিনিধি ও উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ জালাল সরকার সাজু, গণতান্ত্রিক যুবদলের চান্দিনা পৌর শাখার সহ-সভাপতি সেলিমুজ্জামান সেলিম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চান্দিনা উপজেলার আহ্বায়ক আবুল কাশেম অভি ও চান্দিনা পৌর আহ্বায়ক সম্রাট রাব্বী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর এর সভাপতি আ.ম.ম উবাইদুল হক, কুমিল্লা উত্তর জেলা যুব গণঅধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি এম এ জামান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সভাপতি মাওলানা জোবায়ের খান ফরাজী, দৈনিক ডাক প্রতিদিনের স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম মারুফ, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার ব্যুরো চীফ এটিএম মাজহারুল ইসলাম, দৈনিক ক্রাইম পেট্রোল পত্রিকার বিশেষ প্রতিনিধি এ.কে.এম আজাদ, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার চান্দিনা প্রতিনিধি ফখরুল ইসলাম, দৈনিক কুমিল্লার জমিনের কুমিল্লা উত্তর জেলা মাল্টিমিডিয়া প্রতিনিধি ও দৈনিক গণমুক্তি পত্রিকার কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন, দৈনিক গণকণ্ঠ পত্রিকার প্রতিনিধি আব্দুল জলিল, দৈনিক কুমিল্লার সংবাদ অনলাইন পত্রিকার চান্দিনা প্রতিনিধি আরমান মিয়াজী, দৈনিক একুশে সংবাদ পত্রিকার চান্দিনা প্রতিনিধি আরিফুর রহমান, দৈনিক কুমিল্লার সময় পত্রিকার চান্দিনা প্রতিনিধি আলাউদ্দিন, দৈনিক আমার সংবাদ পত্রিকার চান্দিনা প্রতিনিধি ইব্রাহীম তানভীর, সাংবাদিক এটিএম ইমদাদুল্ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ জনগণ এ মানববন্ধনে সংহতি প্রকাশ করেন।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের উপর হামলা মানে সত্য ও স্বাধীন মতপ্রকাশের উপর আঘাত। সাংবাদিকরা জীবন বাজি রেখে দায়িত্ব পালন করলেও তাদের নিরাপত্তা নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।
তারা আরও বলেন, দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বেড়ে যাবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা রক্ষা ও গণমাধ্যমের উপর সকল ধরনের সন্ত্রাসী ও রাজনৈতিক চাপ বন্ধের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আহবান জানান। সংবাদ প্রকাশঃ ১০-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com