কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক দেবীদ্বারে দুটি পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষ; আহত ৩

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশারঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/======================
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বারে দুটি পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হওয়ার সংবাদ পাওয়াগেছে।
রোববার (১০ আগস্ট) দুপুর দেড়টায় দেবীদ্বার উপজেলার ছোটশালঘর বাসষ্টেশন এলাকায় দূর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রেবেকা সুলতানা।
আহতরা হলেন, দেবীদ্বার পৌর এলাকার বানিয়াপাড়া গ্রামের জয়নাল আবেদীন এর পুত্র মোঃ রুবেল(৩০), ভোষনা গ্রামের সুরুজ মিয়ার পুত্র সুলতান আহমেদ(২৫) এবং বারেরা গ্রামের আবুল খায়ের এর পুত্র তামজিদ (১৮)।
স্থানীয়রা জানান, ছোটশালঘর ষ্টেশন এলাকায় দুটি পিকআপ মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় একটি পিকআপে ২জন ও অপর পিকআপে একজন ছিলেন। ঘটনায় তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দেবীদ্বার হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাঁদের শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত ছিলেন। পরে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে বিকেল ৪টায় মিরপুর পুলিশ ফাঁড়ির এএসআই রুহুল জানান, ছোটশালঘর এলাকায় দূর্ঘটনা কবলিত দুটি পিকআপ ভ্যান আমাদের হেফাজতে রয়েছে। আহত তিনজনকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত দূর্ঘটনায় কারো মৃত্যুর সংবাদ পাইনি। সংবাদ প্রকাশঃ ১০-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন