বাগমারা উচ্চ বিদ্যালয় ১০ম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাকগণের সাথে মতবিনিময় সভা

সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি ——–
কুমিল্লার লালমাইয়ের শতবর্ষী বাগমারা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সনের এসএসসি পরীক্ষায় মান সম্মত ফলাফল অর্জনের লক্ষ্যে ১০ম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাকগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। কুরআন তিলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো : মনির আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় শিক্ষার্থী ও অভিভাকগণ স্বতঃস্ফূর্তভাবে তাঁদের সমস্যা ও মতামত তুলে ধরেন। এছাড়া শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কুমিল্লা সদর হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা.অমৃত কুমার দেবনাথ,
বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি মোহাম্মদ হায়াতুন নবী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার উপ-বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ আক্তার হোসেন, যুগ্ম জেলা জজ ও বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দিদার হোসাইন, মানবতার ফেরিওয়ালা খ্যাত মো: কামাল হোসেন, অভিভাবক সদস্য কাজী আবুল হাসান। সম্মানিত অতিথিদের সবাই বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। এই মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি ও কুমিল্লা শিক্ষাবোর্ডের প্রাক্তন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম। এতে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লিটন চন্দ্র রায়সহ সকল শিক্ষকবৃন্দ এবং শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাশসহ মানসম্মত ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন। সংবাদ প্রকাশঃ ০৯-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন