৯ম বাতব্যথা রোগী সচেতনতা মূলক অনুষ্ঠান ২০২৫

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার:সংবাদদাতা জানান ======= বিশ্বে প্রতি ৫ জনে একজন মানুষ গিরা, পেশী কিংবা হাড়ের ব্যথায় ভুগছেন। প্রতিবছর নতুন করে ৩ কোটিরও বেশি মানুষ এসব সমস্যায় আক্রান্ত হন। গ্লোবাল বার্ডেন অব ডিজিজ-এর সাম্প্রতিক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
বাংলাদেশের চিত্রও উদ্বেগজনক। ‘কমিউনিটি ওরিয়েন্টেড প্রোগ্রাম ফর কন্ট্রোল অব রিউমেটিক ডিসিজ’ (কপকর্ড) এর গবেষণা অনুযায়ী, দেশে প্রায় এক-তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ক- অর্থাৎ প্রায় ৪ কোটি মানুষ- গিরা, পেশী বা হাড়ের সমস্যায় ভুগছেন। আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।
এই প্রেক্ষাপটে শনিবার (৯ আগস্ট) রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় বাত-ব্যথা রোগীদের ৯ম সচেতনতামূলক অনুষ্ঠান। আয়োজক ছিল প্রফেসর নজরুল রিউমাটোলজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ (PNRFR) ট্রাস্ট। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও এমএইচ শমরিতা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নীরা ফেরদৌস।
অনুষ্ঠানে জানানো হয়-
দেশে রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১৭.৫ লাখ। প্রতিবছর নতুন করে সাড়ে ৬ হাজার রোগী যুক্ত হচ্ছেন।
স্পন্ডাইলো আর্থ্রাইটিসে আক্রান্ত প্রায় ১২.৫ লাখ মানুষ।
গাউট রোগে ভুগছেন প্রায় ৫.৫ লাখ মানুষ, এবং হাইপার ইউরেসেমিয়া রয়েছে ১.৫ কোটি মানুষের মধ্যে।
হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসে আক্রান্ত প্রায় ১.২৫ কোটি মানুষ, প্রতিবছর নতুন করে আক্রান্ত হচ্ছেন অন্তত ১৩ লাখ।
বয়সজনিত কোমর ব্যথা (লাম্বার স্পন্ডাইলোসিস) রয়েছে প্রায় ১.০৬ কোটি মানুষের মধ্যে।
অস্টিওপোরোসিসে আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ লাখ।
বিশ্বপরিসংখ্যান অনুযায়ী, প্রতি ৩ সেকেন্ডে হাড়ক্ষয়জনিত কারণে কারও একটি হাড় ভেঙে যাচ্ছে। ৫০ বছরের বেশি বয়সী প্রতি ৩ জন নারীর ১ জন এবং প্রতি ৫ জন পুরুষের ১ জনের জীবনে এ ধরনের ফ্র্যাকচার ঘটে। এ রোগে আক্রান্তদের মৃত্যু ঝুঁকি প্রায় ৮ গুণ বেড়ে যায়।
চিকিৎসকরা জানান, দেশে বাতরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব রয়েছে। ফলে অনেক রোগী সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত বা অপচিকিৎসার শিকার হচ্ছেন। এ বিষয়ে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএনআরএফআর চেয়ারম্যান ও এশিয়া প্যাসিফিক লীগ অব অ্যাসোসিয়েশন ফর রিউমাটোলজির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। তিনি বলেন-
“দেশে প্রতি ৪ জনে ১ জন নানা কারণে দরিদ্র হচ্ছেন। চিকিৎসা ব্যয় অনেক বেশি হলেও এই ক্ষেত্রে সহযোগিতা সীমিত। ব্যথায় কষ্ট পাওয়া মানুষের পাশে দাঁড়ানোর ভাবনা থেকেই আমাদের যাত্রা শুরু।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক ডা. নাসিম আক্তার চৌধুরী, পিএসসি সদস্য মো. মুনির হোসেন, মেজর জেনারেল কাজী ইফতেখার-উল-আলম, রোটারি ক্লাব ঢাকার সাবেক প্রেসিডেন্ট শেখ নাহার মাহমুদ, এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমুখ। সংবাদ প্রকাশঃ ০৯-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=