aaa
ঢাকাSaturday , 9 August 2025
সর্বশেষ সবখবর

মুরাদনগরে নৌকা ভ্রমণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

CTV News 24
August 9, 2025 8:41 pm
Link Copied!

সিটিভি নিউজ।। আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ বর্ষা মৌসুমে নদী থৈই থৈই পানি পথে প্রকৃতির সৌন্দর্য্য উপভোগে হৈইহুল্লুর জাঁকজমক আয়োজনে সিমানারপাড় জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে নৌকা ভ্রমণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নৌকা ভ্রমণে আলোচনা সভায় সিমানারপাড় জনকল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ হুমায়ুন কবির, প্রধান অতিথি সাব ইন্সপেক্টর সাবেক, আমেরিকা প্রভাসি, মরহুম হাজী রুহুল আমিন স্মৃতি সংগঠন উপদেষ্টা ও সিমানারপাড় জনকল্যাণ ফাউন্ডেশন প্রধান পৃষ্ঠপোষক বশির আহাম্মদ, ফাউন্ডেশন প্রধান অতিথি মোঃ আওলাদ হোসেন, বিশেষ অতিথি আলহাজ্ব হযরত মাওলানা সিরাজুল ইসলাম শিরাজী, উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশনের মোঃ ইকবাল হোসেনসহ সিমানারপাড় জনকল্যাণ ফাউন্ডেশন অর্ধশতাধিক শিক্ষক, ব্যাবসায়ী, পল্লি চিকিৎসক, চাকুরিজীবী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শনিবার (৯ আগষ্ট) সকাল সাড়ে ৬ টা থেকে কুমিল্লার মুরাদনগর উপজেলা ৭নং বাঙ্গরা পূর্ব ইউনিয়ন সিমানারপাড় গ্রামের সিমানারপাড় জনকল্যাণ ফাউন্ডেশন প্রধান কার্যালয় ও সিমানারপাড় চাইল্ড কেয়ার স্কুল,৬ টা ৪৫ মিনিটে সিমানারপাড় কমিউনিটি ক্লিনিক থেকে বাস যোগে রওয়ানা হয় সকাল সাড়ে ৭টায় ব্রাক্ষণবাড়ীয়া জেলা নবীনগর উপজেলা লঞ্চ টার্মিনালে সেখান থেকে ট্রলার যোগে ভৈরব লঞ্চ টার্মিনাল উদ্দেশ্যে রওয়ানা হয়, ট্রলারে সকাল ৮-৪৫ মিনিটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ট্রলারে উপস্থিত সকলের সহযোগিতা সকাল ৯-৪৫ মিনিটে থেকে দুপুরের খাবার তৈরির প্রস্তুতি নেওয়া হয়। সকাল সারে ১০টায় সকালে হাতে হালকা নাস্তা দেওয়া হয়। স্থানে দুপুর ১১-৪০ মিনিট ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে দুপুর ১২টা ৪৫ মিনিটে গোসল করেন। ১টা ১০ মিনিটে সকলে ট্রলারে উঠা বিশ্রাম নেন। দুপুর ১টা ৩৫ মিনিটে যোহর নামাজ আদায় করা হয়। দুপুর ১টা ৫০ মিনিটে দুপুরের খাবার আয়োজন অংশ গ্রহণ করেন। দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ঘুরে বিভিন্ন স্মৃতি দর্শন। বিকাল ৫- ১০ নবীনগরে উদ্দেশ্যে রওয়ানা হয়, বিকাল ৫টা ৩০ মিনিটে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ৬ টায় নবীনগর উপজেলা হয়ে মুরাদনগর উপজেলা সিমানারপাড় গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। রাত ৯ টার মধ্যে বাড়িতে ফিরেন। নবীনগর লঞ্চ টার্মিনাল থেকে বিশাল ট্টলারে প্রায় ২শতাধিক ভ্রমনপিপাসু যাত্রা শুরু করেন। জনপ্রতি ১০০টাকা প্যাকেজে এই আনন্দঘন ভ্রমণের আয়োজন করা হয়। ভ্রমণের প্রথম বিরতি ছিল নবীনগর উপজেলা লঞ্চ টার্মিনাল। সেখানে সকালে নাস্তা শেষে কাফেলা রওনা দেয় ভৈরব লঞ্চ টার্মিনাল হয়ে আশুগঞ্জ ঘাটের উদ্দেশ্য। পরবর্তী স্টপেজ ছিল, গোপীনাথপুর বালুর মাঠে প্রতি ফুটবল খেলা অনুষ্ঠিত শেষে পানিশোর ঘাট। এরপর পানিশোর এলাকায় মেঘনা নদী মাঝে ট্রলার থামিয়ে দুপুরের খাবারের আয়োজন করা হয়। চলন্ত ট্রলারে যাত্রীরা বুট, বাদাম, আলুর পাপড়,আইসক্রিম, প্রাণআপ,মিনারেল ওয়ারাসহ বিভিন্ন হালকা খাবার কিনে উপভোগ করেন। বিকাল ৫টা ৩০ মিনিটে আলোচনা সভায় শেষে ভৈরব লঞ্চ টার্মিনালে যাত্রা বিরতি ঘোষণা করা হয়। যাত্রাপথে তিতাস ও মেঘনা নদীর পানি, কচুরিপানা, নৌকা, ট্টলার, নদীর দুই পাশে বিভিন্ন স্থাপনার স্মৃতি দেখে উপভোগ করেন। এরই মাঝে জোহর,আছর ও মাগরিবের নামাজ আদায় করেন। মাগরিবের নামাজ আদায় শেষ ভৈরব লঞ্চ টার্মিনাল এলাকা থেকে কুমিল্লার মুরাদনগর উপজেলা উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। কেহ করছে আবৃত্তি, কেহ কেহ গাইছে মুর্শিদী, গান, পল্লিগীতি গান, ভাটিয়ালি গান করছেন। এরমধ্যে হযরত মাওলানা আব্দুল কাদির জোহর নামাজের আজান দেন এক মাওলানা ট্রলার ছাঁদে উঠে আজান দিয়ে আহবান করছেন “আল্লাহ আকবর” হে মুমিনগণ আল্লাহ পথে এসো। নামাজ আদায় শেষ আনন্দ ঘন এ নৌকা ভ্রমণেই আলোচনা সভা মধ্যে দিয়ে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। তবে সময় বাঁচতে অনেকে নিজ খরচে বিকল্পভাবে সড়কপথে আগেভাগেই নিজ এলাকায় ফিরে যান। এই নৌকা ভ্রমণে শিক্ষক, ব্যবসায়ী, চাকুরিজীবী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৭৬ জন মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের জন্য এটি ছিল একটি আনন্দদায়ক ও স্মরণীয় অভিজ্ঞতা। সংবাদ প্রকাশঃ ০৯-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

"এই সাইটে কোন নিউজ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।"