আওয়ামী লীগ কু-কর্মের জন্য আস্তাকুঁড়ে নিক্ষেপ হয়েছে : ড. মঈন খান

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, ইতিহাস কখনও ক্ষমা করে না। আওয়ামী লীগ তাদের কু-কর্মের জন্য আজ আস্তাকুঁড়ে নিক্ষেপ হয়েছে। তবুও তাদের অনুশোচনা নেই। আওয়ামী লীগ আকাশ কুসুম স্বপ্ন দেখছে, তারা পরাশক্তিকে ব্যবহার করে ক্ষমতায় আসতে চাচ্ছে। কিন্তু তাদের সেই স্বপ্ন কখনও বাস্তবায়ন হবে না।
শনিবার (৯ আগস্ট) দুপুরে রূপগঞ্জের মুড়াপাড়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রয়াত আব্দুল মতিন চৌধুরীর স্মৃতিচারণ করে ড. মঈন বলেন, আধুনিক রূপগঞ্জ ও পুর্বাচল উপশহরের স্বপ্নদ্রষ্ট্রা ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল মতিন চৌধুরী। রূপগঞ্জের মানুষ এই পুর্বাচল উপশহর গড়ার বিরোধিতা করেছিলেন, তারা বুঝতেই পারেনি, এই পুর্বাচল একদিন আধুনিক শহর হবে। আজ পুর্বাচলকে ঘিরেই আশপাশের এলাকায় উন্নয়নের মহাযজ্ঞ চলছে। অথচ কোনো স্থাপনায় মতিন চৌধুরীর নামফলক বা স্মৃতিচিহ্ন নেই। বিষয়টি নিয়ে আক্ষেপ করেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ‘৭১ এর মুক্তিযুদ্ধের চেতনাকে জিম্মি করে অর্থপাচার ও লুটপাট করেছে শেখ পরিবার। তারা মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করতে দেয়নি। বিগত সময়ে তারা পরিবারতন্ত্র কায়েম করেছে। আর পরিবারতন্ত্রের মাধ্যমে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করে মানুষের অধিকার নিশ্চিত করবে।
ড. মঈন খান বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না, বিএনপি সবসময় ধৈর্য্যের রাজনীতির শিক্ষা দেয়। রাজনীতিতে সহনশীলতা ও ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করাই বিএনপির লক্ষ্য। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে অতীতের মতো নীতির সঙ্গে কখন আপোস করবে না। সকল প্রকার অন্যায়-অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেবে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
স্মরণসভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির এর সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দীন, জেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা কৃষক দলের সভাপতি শাহিন মিয়া, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য হামিদুল হক খান, তারাবো পৌর যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, জেলা ছাত্রদল নেতা আবু মোহাম্মদ মাসুম, সুলতান মাহমুদ, কাঞ্চন পৌর যুবদল নেতা সানাউল্লাহ মান্নান সানি প্রমুখ। সংবাদ প্রকাশঃ ০৯-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন