নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগ শ্রমিক দলের আহ্বায়ক ও জেলা তরুণ দলের সভাপতি আটক

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম ও জেলা তরুণ দলের সভাপতি টি.এইচ তোফাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদেও বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়।
বুধবার (৬ আগস্ট) রাতে নাসিকের সিদ্ধিরগঞ্জের ৬ ও ৪ নং ওয়ার্ড হতে তাদের আটক করা হয়েছে। বর্তমানে তারা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রয়েছেন।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ওসি) খন্দকার জহির উদ্দিন আহাম্মদ জানান, আসলাম ও তোফাকে আটক করা হয়েছে। পরে বিস্তারিত তথ্য জানানো যাবে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, বিএনপি নেতা তোফা ও আসলামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তারা বর্তমানে এসপি অফিসে আছেন।
অপরদিকে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, গ্রেফতারকৃত আসলাম ও তোফার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। সংবাদ প্রকাশঃ ০৭-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন