নাঙ্গলকোটে ইউপি সদস্য আলাউদ্দিনকে তুলে নিয়ে নৃশংসভাবে হত্যার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

সিটিভি নিউজ।। মজিবুর রহমান মোল্লা নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি ====
কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলিয়ারা
আলাউদ্দিনকে প্রকাশ্য দিবালোকে তুলে নিয়ে কুপিয়ে ও গুলি করে নৃশংসভাবে হত্যার ঘটনায় হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বুধবার বক্সগঞ্জ ইউনিয়নবাসীর আয়োজনে বক্সগঞ্জ বাজারে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান ও বি এন পি নেতা গোলাম রসুল, মানবাধিকার কর্মী ইলিয়াছ পালোয়ান, বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ সাবেক ছাত্রদল সভাপতি নুর উদ্দিন স্বপন, ইউপি সদস্য আফজল হোসেন, বিএনপি নেতা তারিকুল ইসলাম ভূঁইয়া, প্রবাসী নুর মোহাম্মদ ভূঁইয়া, বক্সগঞ্জ ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি শাহ আজিজ, বক্সগঞ্জ ইউনিয়ন যুবদল সভাপতি জাকির হোসেন, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক কাজী ফয়সাল, জিয়া মঞ্চ কুমিল্লা দক্ষিণ যুগ্ম আহবায়ক ইয়াছিন, নিহত আলাউদ্দিনের ছেলে জোনায়েদ হোসেন রাজিব ও মেয়ে তাবাসসুম আক্তার ওহি প্রমুখ।
এসময় বক্তারা আলাউদ্দিনকে হত্যার ঘটনার চারদিন অতিবাহিত হলেও হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও হত্যাকারীরা গ্রেফতার না হওয়ায় তারা হতাশা প্রকাশ করেন। তারা অভিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবী জানান।
অন্যথায় আরো বড় ধরনের কর্মসূচী দেওয়ার ঘোষনা দিয়ে বলেন, আসামীদের দ্রুত গ্রেফতার করা না হলে নাঙ্গলকোট থানা, উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে। হত্যাকারীদের গ্রেফতার ও বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা প্রদান করেন। এদিকে সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনকে হত্যার ঘটনায় তার ছেলে জোনায়েদ হোসেন রাজিব ১৫ জন এজহার নামীয়সহ ৮/১০জনকে আজ্ঞাতনামা আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারায় তুচ্ছ ঘটনায় দুইগোষ্ঠীর বিরোধের জের ধরে গত ৩ আগষ্ট সকাল সাড়ে ১২টায় আইনশৃঙ্খলাবাহিনীর পরিচয়ে সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনকে প্রকাশ্য দিবালোকে তার বাড়ির সামনে থেকে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে সিএনজি চালিত অটোরিক্সায় তুলে নেয়। পরে সন্ত্রাসীরা সিএনজিচালিত অটোরিক্সায় ভিতরে আলাউদ্দিনের মাথায় কুপিয়ে ও গুলি করে মৃত্যু নিশ্চিত করে নাঙ্গলকোট-ঢালুয়া সড়কের চান্দাইশ এলাকায় ফেলে চলে যায়। সংবাদ প্রকাশঃ ০৬-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=