কুমিল্লায় শ্রী শ্রী ঝুলনযাত্রা উৎসব চলছে

সিটিভি নিউজ।। তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে। সংবাদদাতা জানান=== কুমিল্লা নগরীর কাপড়িয়া পট্টিস্থিত শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ায় গেলো ৪ আগস্ট সোমবার হতে চলছে শ্রী শ্রী ঝুলনযাত্রা উৎসব।
তদুপলক্ষে ৬, ৭ ও ৮ আগস্ট বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার প্রতিদিন রাত ৮টায় শ্রীমদ্ভাগবত রসাস্বাদন এবং ৯ আগস্ট শনিবার দুপুরবেলা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ ও ভোগ আরতি কীর্তন শেষে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ।
ওই মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন কুমিল্লা কাপড়িয়া পট্টি শ্রী শ্রী কৃষ্ণের ঝুলনযাত্রা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
জানা যায়- ঝুলনযাত্রা বা লীলা বর্ষার লীলা। ঝুলন পূর্ণিমাকে শ্রাবণী পূর্ণিমাও বলা হয়। বৃন্দাবনে রাধা-কৃষ্ণর শৈশব-স্মৃতি, বিশেষতঃ সখা-সখীদের সাথে দোলনায় দোলার প্রেমলীলাকে কেন্দ্র করে দ্বাপরযুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। এর পর থেকে এখনো গৌড়ীয় বৈষ্ণবদের এটা প্রিয় অনুষ্ঠান। সংবাদ প্রকাশঃ ০৬-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=