সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে জুলাই শহীদ মো: জামশেদুর রহমান মিয়াজী ও মাওলানা শাখাওয়াত হোসেন শাহাদাত এর কবর জিয়ারত, দোয়া-মুনাজাত ও নিহতদের পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত নেতৃবৃন্দ।
মঙ্গলবার (০৫ আগস্ট) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামে এবং উজিরপুর ইউনিয়নের ইলাশপুর গ্রামে এ উপলক্ষে আয়োজিত পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মু. মাহফুজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা জেলার সাবেক আমীর মো. আব্দুস সাত্তার, চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহীম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন, জেলা মজলিসে সূরা সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, সাবেক চৌদ্দগ্রাম উপজেলা আমীর বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাফর আহমেদ, উজিরপুর ইউনিয়ন আমীর মাওলানা আবুল হাশেম, মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর হাফেজ বদিউল আলম, সেক্রেটারি শাখাওয়াত হোসেন শামীম, মুন্সীরহাট ইউপি’র প্যানেল চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, বিশিষ্ট সমাজসেবক মাস্টার আব্দুল মান্নান, সাংবাদিক মো. বেলাল হোসাইন, উপজেলা ছাত্রশিবির সভাপতি মো: মোজাম্মেল হোসেন, উপজেলা উত্তর ছাত্রশিবির সভাপতি মো. নাসিম মিয়াজী, পৌর ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ হোসাইন সহ উভয় পরিবারের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে চৌদ্দগ্রাম উপজেলা ও থানা প্রশাসনের উদ্যোগে শহীদ জামশেদ ও মাওলানা শাহাদাতের কবর জিয়ারত এবং পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের খোঁজ খবর নেয়া হয়। মঙ্গলবার সকালে এ উপলক্ষে আয়োজিত জিয়ারত ও মুনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা সহ চৌদ্দগ্রাম উপজেলা ও থানা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট রাজধানীর উত্তরায় ছাত্র জনতার মিছিলে প্রকাশ্যে গুলি করে পুলিশ। এ সময় পুলিশের গুলিতে নিহত হন চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের ইলাশপুর গ্রামের মাওলানা মো. শাখাওয়াত হোসেন শাহাদাত। এছাড়াও একই দিন চৌদ্দগ্রাম থানা এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের মিয়াজী বাড়ীর ছাত্রশিবির কর্মী মো: জামশেদুর রহমান মিয়াজী। অভ্যুত্থান পরবর্তী সময়ে দুটি ঘটনায় পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। সংবাদ প্রকাশঃ ০৬-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com