গণ শহীদদের অবহেলা দুঃখজনক : গোলাম মোস্তফা

সিটিভি নিউজ।। ২০২৪ এর ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনে গণ শহীদদের প্রতি রাষ্ট্র ও সরকারের অবহেলা দুঃখ জনক। দেশের সূর্য সন্তানদের প্রতি অবহেলা আর অবজ্ঞা চলতে থাকলে, এ দেশের সম্মান, মর্যাদা ও মূল্য আস্তে আস্তে হারিয়ে যাবে। যারা দেশের জন্য জীবন বাজি রেখে লড়াই করেছেন, জীবন দিয়েছেন, যাদের ত্যাগে ফ্যাসীবাদ থেকে জাতি মুক্তি পেয়েছে তাদের প্রাপ্য সম্মান না দিলে, আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি – বাংলাদেশ ন্যাপ মহাসচিব, বিশিষ্ট কলাম লেখক এম. গোলাম মোস্তফা ভুইয়া।

তিনি বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আজকের অন্তর্বর্তীকালীন সরকার পরতিষ্ঠিত হয়েছে তারা গণ হত্যার শিকার শহীদদের অবহেলা করলে ইতিহাস তাদের ক্ষমা করবে না। জুলাই ৩৬ এর সরকারের উচিত ছিল গণ কবরে শ্রদ্ধা নিবেদন করা। তা না করে সরকার যে ভুল করেছে তা ক্ষমার অযোগ্য।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে রাজধানীর রায়ের বাজার কবরস্থানে ফ্যাসীবাদ প্রতিরোধ আন্দোলন আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানে গণ শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠানে আলোচনাকালে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের কথা বার বার স্বরণ করতে হবে। দেশ ও দেশের রাজনীতির সংস্কার করতে হবে। জুলাই গণ হত্যার বিচার করতে হবে। প্রতিটি হত্যাকান্ডের বিচার করার মধ্য দিয়ে ন্যায় বিচার পরতিষ্ঠিত করার মাধ্যমে জুলাইয়ের চেতনা প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, জুলাইয়ের শহীদ ও আহতরা এই জাতিকে গৌরবান্বিত করেছেন। তারা প্রমান করেছেন, আমাদের দেশের মানুষ মরে জান নাই, তারা অন্যায়ের বিরুদ্ধে বিদ্রহ করে জানে, লড়াই করতে জানে, অধিকার প্রতিষ্ঠায় জীবন দিতে জানে। গণহত্যাকারী, ফ্যাসীস্ট হাসিনাকে উচ্ছেদ করে আমাদেরকে গৌরবান্বিত করে গেছেন।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার জুলাইয়ে গণহত্যার শিকার শহীদরা উপেক্ষিত কেন? রাষ্ট্র বা সরকারের কাছে জবাব কি? এই প্রশ্ন রেখে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আক্ষেপ করে দু:খ ভারাক্রান্ত মনে কিছু বিষয় তুলে ধরে বলেন, আমরা এখানে যে কয়জনের উপস্থিতি লক্ষণীয় আমরা আজ এখানে এসেছি শহীদদের রক্তের বিনিময়ে অর্জন ২৪ এর জুলাই বর্ষপূর্তি উদযাপন এই দিনটিকে গণ কবরে চিরনিদ্রায় শায়িত বীর শহীদদের স্বরণীয় করে তাদের জীবনের বিনিময়ে অর্জন এই ৩৬ শে জুলাই গণ-অভ্যুত্থানের বিজয়ের অর্জন বর্ষপূর্তিকে শ্রদ্ধা নিবেদন করে পালিত করতেই আমাদের এখানে আসার মূল বিষয়। সেই সাথে আজ যারা আমাদের এই শহীদদের রক্তের বিনিময়ে অর্জন করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বসে আছেন সেই সকল রাষ্ট্রের হর্তাকর্তাদের উদ্দেশ্য করে আমাদের কিছু অমিমাংসিত বেশ কিছু বিষয় জানানোর জন্য এখানে এসে উপস্থিত হলাম শহীদের গণকবরে পাশে তাদেরকে স্বরণীয় করে আমাদের এই অনুভূতি প্রকাশ করছি।

ফ্যাসীবাদ বিরোধী আহ্বায়ক মোহাম্মদ অলিদ সিদ্দিক তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কারী, জুলাই গণ-অভ্যুত্থানের বীর, জুলাই গণ-অভ্যুত্থানের সুপরিচিত প্রিয়মুখ শ্লোগান মাস্টার খ্যাত জুলাই সাব্বির উদ্দিন রিয়ন, সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা ও জুলাই যোদ্ধা আশরাফুল ইসলাম নির্ঝর, জুলাই যোদ্ধা মেহেদী হাসান তুহিন, জুলাই যোদ্ধা হাসিব হোসেন, জুলাই যোদ্ধা রিয়াজুল হক রাফি প্রমুখ। সংবাদ প্রকাশঃ ০৫-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন