কুমিল্লা শাসনগাছা-মীরপুর সড়ক সংস্কারসহ চার লাইনে উন্নীত করার দাবিতে মানববন্ধন

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি ==================
বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখা কর্তৃক আয়োজিত মানববন্ধনটি উপজেলার প্রধান সড়কে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উল্লেখযোগ্য দাবি ছিল শাসনগাছা থেকে মিরপুর পর্যন্ত ৩৬ কিলোমিটার দীর্ঘ রাস্তাটি যান চলাচলে সম্পূর্ণ অযোগ্য হওয়ায় জনসাধারণের দুর্ভোগ লাগোবে দ্রুত সংস্কার করা এবং মেজর গনি সড়ক হিসেবে পরিচিত জনবহুল এই সড়কটিকে যান চলাচলে উপযোগী করা।সেই সাথে দীর্ঘ এই সড়কটিকে নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার্থে চার লাইনে উন্নীত করা সময়ের দাবি। উপজেলা আমির অধ্যাপক অহিদুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি জনাব কবির হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন কুমিল্লা-০৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডঃ মোবারক হোসাইন। প্রধান অতিথি তার বক্তব্যে দ্রুততম সময়ে রাস্তা মেরামতসহ যান চলাচলে উপযোগী করতে সংস্কার কার্যক্রম শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সেই সাথে অধিক মানুষের চলাচলে রাস্তাটিকে চার লাইনে উন্নীত করার জন্য এতদঞ্চলের মানবদরদী সর্বমহলকে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান জনাব সাইফুল আলম,সদর ইউনিয়নের আমির জনাব তাজুল ইসলাম।সার্জেন্ট (অব) হাবিবুর রহমান, গোলাম কিবরিয়া, জাকারিয়া খান সৌরভ, রুহুল আমিন, ছাত্রনেতা সফিউল্লাহসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ ও এলাকার সর্বস্তরের জনগণ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
সংবাদ প্রকাশঃ ৩০-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন