শিশুদের চিৎকার আমরা পরিক্ষা দিতে চাই , বৃত্তি পরিক্ষার দাবিতে মানববন্ধন

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি===============
আমরা পরিক্ষা দিতে চায়, আমাদের বঞ্চিত কর না। আমরাও বাংলাদেশের ভবিতষৎ, আমাদের সুযোগ দাও। শিক্ষা আমার অধিকার, বৃত্তি আমার অহংকার। মেধা যাচাইয়ে বিভেদ নয়, সবার জন্য বৃত্তি চায়। এমন দাবীর লেখা শত শত প্লাকার্ড ফেষ্টুন নিয়ে বুধবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জে প্রাথমিকের বৃত্তি পরিক্ষায় অন্তভ’ক্তির দাবীতে উপজেলার অধর্ শতাধিক কিন্ডার গার্ডেন ও শিশু একাডেমির সহশ্রাধিক শিশু শিক্ষার্থী সড়কে দাড়িয়ে মানববন্ধন করে। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে তাদের সাথে একাত্বতা জানিয়ে শিক্ষার্থীদের অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগনও অংশ নেয়। বাংলাদেশ কিন্ডার গার্ডেন ঔক্য পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দরা প্রধান উপদেষ্টা বরাবর তাদের দাবী সম্বলিত এক স্বারকলিপি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে প্রদান করেন।

মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষক নেতৃবৃন্দরা জানান, গত ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারীকৃত পরিপত্রে বলেছে, এবারে প্রাথমিকের বৃত্তি পরিক্ষায় শুধুমাত্র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। কিন্ডারগার্ডেন বা শিশু একাডেমির শিক্ষার্থীরা পরিক্ষায় অংশ নিতে পারবে না। এতেই বিক্ষুব্ধ হয়ে উঠে শিশু শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষক নেতৃবৃন্দরা বলেন, বর্তমানে দেশে প্রায় ৫০ হাজার কিন্ডারগার্ডেন ও সমমানের শিক্ষা প্রতিষ্টান আছে। তাদের সরকারের প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের বিধিমালা অনুযায়ী নিবন্ধনও রয়েছে। এসব প্রতিষ্টানে প্রায় কোটির উর্দ্ধে শিক্ষার্থী ও ৮ লক্ষাধিক শিক্ষক শিক্ষিকাসহ লক্ষাধিক ৪র্থ শ্রেনীর কর্মচারী কর্মরত আছে। যাদের জীবন জিবিকা এখান থেকেই নির্বাহ হয়ে থাকে। এসব নিয়ে বাংলাদেশ কিন্ডার গার্ডেন ওক্য পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম বলেন, মেধার কোন বিভাজন হয়না। মেধা সরকারি বা বেসরকারি স্কুলের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারেনা। সকল শিশুরই তাদের যোগ্যতা প্রমাণের সমান সুযোগ থাকা উচিত। তিনি আরো বলেন, বিগত দিনে কিন্ডার গার্ডেনের শিশু শিক্ষার্থীরা প্রাথমিকের বৃত্তি পরিক্ষায় অংশ নিয়েছিল। এবার যদি অংশ নিতে না পারে তাহলে শিক্ষার্থী ও প্রতিষ্টানগুলো ক্ষতিগ্রস্থ্য হবে। তাদের দাবী, বৈষম্য নয়, মেধা চাই। বিগত দিনের ন্যায়, এবারও কিন্ডারগার্ডেনের শিশু শিক্ষার্থীদের বৃত্তি পরিক্ষার সুযোগ দিতে হবে।
সংগঠনের সাধারন সম্পাদক নাসিম উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা সিরাজুল ইসলাম, সহ-সভাপতি হামিদুর রহমান, ইকবাল হুসাইন, কেরামত আলী ও অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ। শেষে শিক্ষক নেতৃবৃন্দরা কালীগঞ্জ উপজেলা নির্বহী অফিসার দেদারুল ইসলামের কাছে প্রধান উপদেষ্টার বরাবর দাবী সম্বলিত এক স্মারকলিপি প্রদান করেন। সংবাদ প্রকাশঃ ৩০-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন