সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে সংবাদদাতা জানান = ঃ===================
কুমিল্লার মুরাদনগরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সম্প্রতি ঘটে যাওয়া ট্রিপল মার্ডার ও থানায় হামলা মামলায় নিজের নাম জড়ানোয় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে তিনি দাবি করেন, এসব ঘটনায় তার বা তার পরিবারের কোন সম্পৃক্ততা নেই। বরং একটি প্রভাবশালী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে।
আসিফ মাহমুদ জানান, গত তিন মাস ধরে তিনি বা তার পরিবারের কেউ এলাকাতেই যাননি। অথচ মুরাদনগরের ট্রিপল মার্ডারের ঘটনায় কায়কোবাদ পরিবারের একজন সদস্য শাহ্ জুন্নুন বুশরী সরাসরি জড়িত থাকা সত্বেও তাকে অন্যায় ভাবে এই মামলায় জড়ানো হয়েছে। তিনি অভিযোগ করেন, হত্যাকান্ডের ঘটনায় শাহ্ জুন্নুন বুশরীর উল্লাস সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট রয়েছে। তার দাবি, ঘটনার প্রথম দিকে ভুক্তভোগীদের কোনো সাক্ষাৎকারে তার নাম ছিল না; এক মাস পর কায়কোবাদ পন্থীরা ভুক্তভোগীদের দিয়ে মিথ্যা বক্তব্য দিতে বাধ্য করেছে।
আসিফ মাহমুদ আরও বলেন, ইশরাক হোসেন কোর্টের জটিলতা ও সরকারি সিদ্ধান্তের কারণে মেয়র হতে না পারায় কায়কোবাদ তার সঙ্গে হাত মিলিয়ে মিডিয়ায় প্রোপাগান্ডায় নেমেছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলার আসামিদের ভুক্তভোগী হিসেবে তুলে ধরার চেষ্টা চালানো হচ্ছে, যা কতটা 'সেলুকাস' পরিস্থিতি তা সবারই জানা।
নিজেকে একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান উল্লেখ করে আসিফ মাহমুদ আক্ষেপ করে বলেন, "না আছে আমার এস্টাবলিশমেন্টের ব্যাকআপ, না আছে ফাইনানসিয়াল শক্তি।" তবুও দীর্ঘদিন ধরে তিনি মুরাদনগরের সাধারণ মানুষকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব থেকে মুক্ত করতে চেয়েছিলেন। এমপি হওয়ার লোভ না করে কেবল মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলেন। কিন্তু এখন মনে হচ্ছে, সেটিও সম্ভব নয়।
তিনি হতাশ হয়ে বলেন, "মিডিয়া দখলে থাকলে যে যা খুশি প্রচার করতে পারে। থানায় হামলা, হত্যা, ভাংচুরে অভিযুক্তরা এখন ভুক্তভোগী, আর আসিফ মাহমুদ হয়ে উঠেছে ভিলেন। এই মাফিয়া-সন্ত্রাসী এস্টাবলিশমেন্টের কাছে আমরা অসহায়।" সংবাদ প্রকাশঃ ৩০-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com