কালীগঞ্জে নারী উদ্যোক্তাদের নিয়ে দিন ব্যাপী অ্যাডভান্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি জানান ==== নারী উদ্যোক্তাদের জন্য বিউটিফিকেশন (সৌন্দর্যায়ন) বিষয়ক অ্যাডভান্স ওয়ার্কশপ নামক
দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। নিউ লাক্সারি বিউটি পার্লার এন্ড নকশি ঘরের স্বত্বাধিকারী জুলিয়া পারভীনের আয়োজনে ৩০ জুলাই বুধবার সকাল ১০ টায় নলডাঙ্গা রোডস্থ সরদার টাওয়ারের প্রতিষ্ঠানটির নিজস্ব কক্ষে প্রশিক্ষণ ওয়ার্কশপ শুরু হয়। যা দুইটি সেশনে বিকাল ৫ টা পর্যন্ত চলে। কোর্সে অংশগ্রহণকারী চুয়াডাঙ্গা, কোটচাঁদপুর এবং কালীগঞ্জের ২০ জন নারীকে বিনামূল্যে উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণ দেয়া হয় বলে জানা যায়। অ্যাডভান্স ওয়ার্কশপ নামক প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি এবং প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কসমিটোলজিস্ট এ. কে. এস অনিমিথ। রুপরেখা বিউটি পার্লারের স্বত্বাধিকারী সোমা বসু এবং স্বপ্ন ছায়া বিউটি পার্লারের স্বত্বাধিকারী পারভীনা আক্তার বলেন, যেহেতু আমরা বিউটিফিকেশন নিয়ে কাজ করছি সেহেতু আজকের এই প্রশিক্ষণটি আমাদের জন্য অনেক কাজে দেবে। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা আমাদের দক্ষতা বৃদ্ধি করতে পেরেছি, যা আমরা কার্যক্ষেত্রে প্রয়োগ করব। আর এত সুন্দর আয়োজনের জন্য জুলিয়া পারভীনকে ধন্যবাদ জানাচ্ছি।
প্রশিক্ষক কসমিটোলজিস্ট এ.কে.এস অনিমিথ বলেন,আজকের এই প্রশিক্ষণ ওয়ার্কসপের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণকারীরা হেয়ারের উপর রিবন্ডিং, কেরাটিং,বোটক্স,ন্যানো প্লাস্টিরা,স্পা ও বিভিন্ন ধরনের হেয়ার কালার সম্পর্কে বিস্তর ধারণা লাভ করতে পেরেছেন। যা তাদের কর্মজীবনে কাজে দেবে। দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ আরো প্রয়োজন বলেও তিনি যোগ করেন।
অ্যাডভান্স ওয়ার্কশপের আয়োজক জুলিয়া পারভীন বিথী বলেন, যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদের দক্ষতা বৃদ্ধির জন্যই মূলত এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। যাতে তারা ভবিষ্যতে ব্যাবসায় সফল হতে পারেন এবং সফল উদ্যোক্তা হিসেবে কর্মসংস্থান তৈরি করতে পারেন। নারী উদ্যোক্তা তৈরিতে ভবিষ্যতে এ ধরনের আয়োজন আমি আরো করার চেষ্টা করব ।প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষনার্থীদের হাতে প্রধান অতিথির সনদ তুলে দেন। সংবাদ প্রকাশঃ ৩০-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=