দেবীদ্বারে ভ্রাম্যমান আদালতের অভিযান অভিযান পরিবেশ ছাড়পত্র না থাকায় একটি কারখানাকে জরিমানা ও বন্ধ রাখার নির্দেশ

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশারঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/=============
কুমিল্লার দেবীদ্বারে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড় অনুমতি বিহীন ফ্যাক্টরি পরিচালনা করায় এবং ঝুঁকিপূর্ণ দ্রব্য ব্যবহার করে পন্য উৎপাদন করায় ‘মেসার্স মরিয়ম কনজুমার প্রডাক্টস’ নামে একটি কয়েল ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ফ্যাক্টরি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হানুল ইসলাম।
মঙ্গলবার (২৯জুলাই) বিকেলে দেবীদ্বার পৌরসভার বানিয়াপাড়া এলাকায় স্থাপিত ওই ফ্যাক্টরিতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হানুল ইসলাম’র নেতৃত্বে অভিযানে আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের কুমিল্লা জেলা পরিদর্শক চন্দন বিশ্বাসসহ থানা পুলিশের একটি টিম।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হানুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াা অনুমতি বিহীন ফ্যাক্টরি পরিচালনা করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সংশোধিত ২০১০ এর ধারা ৬(গ) মোতাবেক “মেসার্স মরিয়ম কনজুমার প্রডাক্টস ফ্যাক্টরি”তে অভিযান পরিচালনার মাধ্যমে মালিক প্রতিনিধি ধীরেন্দ্রনাথ দাস’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং একইসাথে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ফ্যাক্টরি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ প্রকাশঃ ২৯-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=