সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ============ টেকনাফের শীর্ষ সন্ত্রাসী ও ২১টি মামলার পলাতক আসামি মোঃ শফি ওরফে ‘শফি ডাকাত’কে গ্রেফতার করেছে র্যাব-১৫।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১৫ দীর্ঘ এক মাস ধরে নজরদারি ও অভিযান চালানোর পর অবশেষে তাকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও গ্রেনেডসহ আটক করেন।
র্যাব-১৫ এর এক সংবাদ সম্মেলনে জানানো হয়, টেকনাফ থানাধীন নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর পশ্চিম পাশে হাজীর প্রজেক্ট পাহাড়ের পাদদেশে শফি ডাকাত ও তার সহযোগীদের অবস্থান শনাক্ত করা হয়।
গতকাল রাত ১১টার দিকে র্যাবের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালানোর চেষ্টা করে। এসময় র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে শফিকে আটক করেন।
তাকে ছিনিয়ে নিতে তার সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে ৪-৫ রাউন্ড গুলি চালায়।
আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা ৩ রাউন্ড গুলি ছোড়ে বলে জানায় র্যাব।
পরবর্তীতে শফির দেয়া তথ্যের ভিত্তিতে পাহাড়ের গহীনে তার আস্তানা থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ১টি ওয়ান শুটার গান, ২টি একনলা বন্দুক, ১টি এলজি, ১০টি এন্টি পারসোনাল মাইন, ১০টি ডেটোনেটর, ৫০টি তাজা রাইফেলের গুলি, ৫৩টি রাইফেলের খালি কার্তুজ, ৬টি শর্ট গানের খালি কার্তুজ, ৩টি গ্রেনেড এবং ৭৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস)।
গ্রেফতার হওয়া শফি ডাকাত (২৮) নয়াপাড়া মুছনি রেজিস্টার্ড ক্যাম্প-২৬ সি-ব্লকের বাসিন্দা।
তার বিরুদ্ধে ২টি হত্যা, ২টি ডাকাতির প্রস্তুতি, ৬টি অস্ত্র ও ৬টি মারামারিসহ মোট ২১টি মামলা রয়েছে।
র্যাব জানায়,শফি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি ভয়ঙ্কর অস্ত্রধারী ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিল। তার নেতৃত্বে রোহিঙ্গা ও স্থানীয়দের জিম্মি করে একটি ত্রাসের সম্রাজ্য গড়ে তোলা হয়েছিল।
র্যাব-১৫ এই চ্যালেঞ্জিং অভিযানে পেশাদারিত্ব, কৌশল ও সাহসিকতার পরিচয় দিয়েছে বলে জানায় সংবাদ সম্মেলনে।
দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব-১৫ সর্বদা সচেষ্ট বলে উল্লেখ করা হয়।
গ্রেফতার হওয়া শফি ডাকাতকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলে জানানো হয়। সংবাদ প্রকাশঃ ২৯-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com