মুরাদনগরে জুলাই পুনর্জাগরণে সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ

কুমিল্লার মুরাদনগরে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ পাঠ’ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান।

সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর সংবাদদাতা জানান ==============
কুমিল্লার মুরাদনগরেও অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ পাঠ’। উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল আউয়াল খোন্দকার, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানে ‘জুলাই কন্যা’, ‘জুলাই আন্দোলনকারী’, বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধি, পল্লীমাতৃ কেন্দ্রের সদস্য, ক্ষুদ্র ঋণ গ্রহীতা, ভাতাভোগী এবং হাসপাতালে ভর্তি রোগীরাও অংশ নেয়। সকলের সম্মিলিত পদচারণায় কবি নজরুল মিলনায়তন পরিণত হয় এক জনাকীর্ণ মিলনমেলায়। অনুষ্ঠানের প্রাণবন্ত পরিবেশ উপস্থিত সকলের মনে এক নতুন উদ্দীপনা সৃষ্টি এবং সমাজ গঠনে তাদের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করে তোলে। সংবাদ প্রকাশঃ ২৬-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন