নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সে কারণেই চার্জশিটে দেরি : স্বরাষ্ট্র উপদেষ্টা

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ৫ আগস্ট পরবর্তী মামলাগুলোতে অসংখ্য ব্যক্তিকে আসামি করায় প্রত্যেকের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হচ্ছে, আর এ কারণেই চার্জশিট দিতে দেরি হচ্ছে। কোনো নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়টি নিশ্চিত করতেই এই সময় নেওয়া হচ্ছে।
শনিবার (২৬ জুলাই) নারায়ণগঞ্জে জেলা পুলিশ লাইনস পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের কোনো বিভেদ থাকার কথা নয়। আমরা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছি, দেশের মানুষ কিভাবে শান্তিতে থাকবে সে লক্ষ্যে আমরা কাজ করছি। অন্যদিকে, রাজনৈতিক দলগুলো জনগণের কাছ থেকে ভোট আদায়ের জন্য তাদের মতো করে চেষ্টা করবে।
দেশের অবৈধ অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, দেশের যে সকল অবৈধ অস্ত্র এখনো বাইরে আছে, আগামী নির্বাচনের আগে বিশেষ অভিযানের মাধ্যমে তা আরও বেশি পরিমাণে উদ্ধার করা হবে বলে আমি আশাবাদী।
এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা তার নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বেলা সোয়া ১১টায় র্যাব-১১ সিদ্ধিরগঞ্জের আদমজী সদর দপ্তর পরিদর্শন করেন। এরপর তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনসে আসেন। পুলিশ লাইনস পরিদর্শন শেষে তিনি দুপুর সোয়া ১২টায় ৬২ বিজিবি ব্যাটালিয়ন, নারায়ণগঞ্জ পরিদর্শনে যান।
পুলিশ লাইনস পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ২৬-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন=         ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=