দেবীদ্বারে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রতিটি ‘মা’ তার সন্তানের প্রথম শিক্ষক

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার ঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/=================
প্রতিটি ‘মা’ তার সন্তানের প্রথম শিক্ষক। আমাদের শিক্ষার প্রসার ঘটেছে কিন্তু গুণগত শিক্ষায় পিছিয়ে আছি। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
কুমিল্লার দেবীদ্বার উপজেলার হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ে আড়ম্বর পরিবেশে গুনগত শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন এসব কথা বলেন।
শনিবার (২৬ জুলাই) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক মো. নজরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. শাহজালাল ভূঁইয়া ও মো. ওয়ালি উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কুমিল্লা বারের সাধারন সম্পাদক এডভোকেট খন্দকার মিজানুর রহমান, ধামতী রৌশন আরা কলেজ’র সাবেক অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, বিশিষ্ট ব্যবসায়ি মো. মজিবুর রহমান, মাওলানা মো. বাহাউদ্দিন।
স্বাগতিক বক্তব্য রাখেন হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রবীণ শিক্ষক আব্দুর রহিম, রিপন চন্দ্র দেবনাথ, আয়ুব আলী সরকার, মুস্তাফিজুর রহমান সরকার, মো. সফিকুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম, মনিরুল ইসলাম ভূঁইয়া,এনএসআই এর সাবেক পরিচালক গোলাম মোস্তফা চৌধূরী, ব্যবসায়ি শাহজাহান কবির, অভিভাবক এলমাদ আলম বাবু, এডভোকেট হারুন অর রশিদ সবুজ, মো. মহিউদ্দিন খাজা, শিক্ষার্থী খাইরুজ অনিকা বিন্দু, সাইমন চৌধূরী, ইরশাদ জাহান, তন্ময় দেবনাথ প্রমূখ।
আলোচনা শেষে যেমন খুশী তেমন সাজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসএসসিতে এ প্লাস প্রাপ্ত ১৪ কৃতিশিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও এক কালীন বৃত্তি প্রদান করা হয়।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বার উপজেলার হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ে আড়ম্বর পরিবেশে গুনগত শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ বক্ত্য রাখছেন অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন ও কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। সংবাদ প্রকাশঃ ২৬-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন