সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার ঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/=====================
কুমিল্লা দেবীদ্বারে গোমতী নদীর কাঁদা-পানিতে মাদক কারবারীদের লোকিয়ে রাখা ১৭৮ বোতল বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে দেবীদ্বার থানা পুলিশ।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে গোমতী নদীতে এক কৃষক মাছ ধরতে যেয়ে দেবীদ্বার পৌরএলাকার গোমতী নদীর ব্রীজের পাশে বেরিবাঁধ সংলগ্ন কুশাগাজী বাড়ির সামনে নদীর কাঁদা-পানিতে কাঠ ও অন্যান্য সামগ্রী দিয়ে ঢেকে রাখা কিছু প্লাষ্টিকের বস্তায় এ মাদক দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক(এসআই) কামরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে এসব মাদক উদ্ধার করেন।
দেবীদ্বার থানা পুলিশের এক প্রেস ব্রিফিংএ জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই কামরুল হাসান তার সংঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চলাকালে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে গোমতী নদীর পাড়ে কিছু বস্তা পড়ে থাকতে দেখে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে ৫০ বোতল বিদেশী মদ এবং ১২৮ টি ক্যান বিয়ার উদ্ধার করেন।
অপর দিকে নাম না প্রকাশের স্বার্থে দেবীদ্বার পুরাতন বাজার এলাকার একজন অধিবাসী জানান, একজন কৃষক গোমতী নদীতে মাছ ধরতে গিয়ে গোমতী নদীর দেবীদ্বার ব্রীজের পাশে বেরীবাঁধ সংলগ্নে কাঁদা পানিতে ডুবানো কিছু প্লাষ্টিকের বস্তা দেখতে পান এবং সেগুলো মাদক সন্দেহে পুলিশকে খবর দিলে পুলিশ সেগুলো উদ্ধার করে নিয়ে আসেন। তিনি আরো জানান, এ এলাকারই কিছু মাদক ব্যবসায়ি নদীতে নিরাপদ জায়গায় মাদক রেখে বিক্রি করে। পুলিশ তদন্ত করলে তাদের আইনের আওতায় আনতে পারবেন।
দেবীদ্বার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, পুলিশ অভিযানকালে স্থানীয়দের সহযোগিতায় আমরা এই মাদকগুলি উদ্ধার করতে সক্ষম হয়েছি। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়িরা পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো পুলিশ হেফাজতে রয়েছে এবং অজ্ঞাত আসামির বিরুদ্ধে একটি মাদক বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মাদক কারবারীদের চিহ্নিত করতে অভিযান অব্যাহত রয়েছে।
ছবির ক্যাপশন ঃ দেবীদ্বার থানা পুলিশ কর্তৃক উদ্ধার করা মাদকের ছবি। সংবাদ প্রকাশঃ ২৩-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com