বুড়িচং পৌরসভা ঘোষণা, ইউএনও কে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি ===============
কুমিল্লার বুড়িচং উপজেলাকে আনুষ্ঠানিকভাবে পৌরসভা হিসেবে ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে সোমবার ২১ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন, আইন, ২০২২-এর ৯(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নতুন ঘোষিত বুড়িচং পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার পৌরসভা আইন, ২০০৯ ও সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী প্রশাসক পৌরসভার সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন।

একইসঙ্গে বুড়িচং পৌরসভার ওয়ার্ড বিভাজন ও সীমানা নির্ধারণ বিষয়েও আরেকটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সীমানা নির্ধারণ কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি)-কে সহকারী সীমানা নির্ধারণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ওয়ার্ড বিভাজন ও প্রশাসনিক কার্যক্রম জরুরি ভিত্তিতে সম্পন্ন করতে কুমিল্লা জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক তানভীর হোসেন বলেন, “মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি। আইন ও নির্দেশনা অনুযায়ী অতি দ্রুত কাজ শুরু করা হবে।” সংবাদ প্রকাশঃ ২২-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন