রাণীশংকৈলে বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সিটিভি নিউজ।। সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:============ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পৃথক দুটি স্থানে বিশেষ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে রাণীশংকৈল থানা পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানকালে উপজেলার নেকমরদ ইউনিয়নের ভবানন্দপুর এলাকা থেকে মৃত আঃ রশিদুল ইসলামের ছেলে মাসুদ রানা (৪৮) কে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। একই সময়ে করনাইট গুচ্ছগ্রাম এলাকা থেকে মৃত মনসুর আলীর ছেলে মোঃ আলাউদ্দিন (২৫) কে ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”
এ বিষয়ে মাদকবিরোধী অভিযানে রাণীশংকৈল থানা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সংবাদ প্রকাশঃ ২১-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=