হোমনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ

সিটিভি নিউজ।। এটিএম মাজহারুল ইসলাম, সংবাদদাতা (কুমিল্লা):====
কুমিল্লা হোমনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

রবিবার (২০ জুলাই ২০২৫ইং) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার গোয়ারিয়াভাঙ্গা ও ডুমুরিয়া গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এই দুই গ্রামের লোকজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ টাকা অটো ভাড়াকে কেন্দ্র করে দুই গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পরে।

এ খবর পেয়ে দুই গ্রামের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে যায় মারামারি করার জন্য। একপর্যায়ে উভয় গ্রামের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। ঐ সময় গোয়ারিয়াভাঙ্গা ও ডুমুরিয়া উভয় গ্রামের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের হতাহতের ঘটনা ঘটেনি।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হুদা বলেন, উভয় গ্রামের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা জানতে পেরে আমি নিজেই ঘটনাস্থলে যাই। জীবনের ঝুঁকি নিয়ে উভয়কেই নিবরিত করি এবং সান্তনা দেই উপযুক্ত বিচার করা হবে বলে। পরবর্তীতে গ্রামবাসীরা যার যার গ্রামে চলে যায়। এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংবাদ প্রকাশঃ ২০-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন