দেবীদ্বার প্রবাসীর গাড়িতে ২৬ লাখ টাকার মালামাল লুটের ঘটনায় দুই ডাকাত আটক

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার প্রতিনিধি ঃ
কুমিল্লার দেবীদ্বারে সৌদি প্রবাসী বাড়ি ফেরার পথে গাছ ফেলে গাড়ি গতিরোধ ২৬ লাখ টাকার মালামাল লুটের ঘটনায়, দুই ডাকাত সদস্যকে আটক পূর্বক জেল হাজতে প্রেরণ করেছে দেবীদ্বার থানা পুলিশ
রবিবার (২০ জুলাই) দেবীদ্বার থানা পুলিশ আটককৃত ডাকাত সদস্য সোহাগ হোসেন (২৮) ও দুলাল হোসেন (৪৫)কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।
আটককৃত সোহাগ হোসেন উপজেলার নবিয়াবাদ গ্রামের জাহাঙ্গীর আলম’র পুত্র, অপরজন দুলাল হোসেন একই গ্রামের শফিকুল ইসলাম এর পুত্র।
উল্লেখ্য গত ১৬ জুলাই ভোররাত ৪ টায় উপজেলার মোহনপুর গ্রামের প্রবাসী আশিুর রহমান সৌদি আরব থেকে বিমানবন্দরের নির্দিষ্ট ট্যাক্সি ভাড়া করে নিজ বাড়িতে আসার পথে, দেবীদ্বার উপজেলার নবীয়াবাদ গ্রামের হাই-স্কুল গামী রাস্তার মুখে আসামাত্রই অজ্ঞাত নামা ১০/১২ জন ডাকাত তার গাড়ীটি গতিরোধ করে হাতে থাকা অস্ত্র দিয়ে তাকে হত্যার ভয় দেখায়। কোন উপায় না পেয়ে সে তার সাথে থাকা ২১ ক্যারেট এর ৮ ভরি স্বর্ণা, ১০ হাজার ডলার, ১ টি ল্যাপট এইচপি, বেশ কয়েকটি মোবাইল ফোনসহ সর্বমোট ২৬ লক্ষ টাকার মালামাল তাদের দিয়ে দেন। ওই ঘটনায় তিনি মামলা করলে দেবীদ্বার থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত দুই ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হয়।
এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, ডাকাতির ঘটনাটি মিডিয়া জুড়ে ব্যাপক আলোচনায় আসে। ঘটনার অভিযোগ পাওয়ার পর আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে আটক দুই আসামী ডাকাতির সাথে জড়িত থাকার তথ্য পাই। আটকের পর তাদের জেল হাজতে প্রেরণ করেছি। আরো তথ্য উদঘাটনে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করবো।
ছবির ক্যাপশন ঃ দেবীদ্বারে ডাকাতি মামলায় জড়িত সন্দেহে আটক সোহাগ হোসেন (২৮) ও দুলাল হোসেন (৪৫), ছবি সংগৃহীত। সংবাদ প্রকাশঃ ২০-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=