দেবীদ্বার ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন’ উদ্যোগে ৯ শহীদের স্মরণে ৯ দপ্তরে বৃক্ষচারা রোপন

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার ঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/===================
জুলাই- আগস্ট গণঅভ্যূত্থানের বর্ষপূর্তীতে ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন’ কর্তৃক শহীদদের স্মৃতিকে অম্লাণ করে রাখতে, ‘এক শহীদ- এক বৃক্ষ’ রোপন কর্মসূচীর আওতায় দেবীদ্বার উপজেলার ‘শহীদ গ্যাজেটভূক্ত’ ৯ জন শহীদ যোদ্ধার স্মরনে ৯ টি সরকারী দপ্তর প্রাঙ্গনে ৯ টি বৃক্ষের চারা রোপন করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল ১০ টায় দেবীদ্বার উপজেলা প্রশাসন ও সামাজিক বনবিভাগের আয়োজনে ওই কর্মসূচী পালিত হয়।
দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হানাত খাঁনের নেতৃত্বে ওই বৃক্ষরোপন কর্মসূচীতে শহীদ পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন, দেবীদ্বার সুজাত আলী সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আহসান পারভেজ খোকন, কুমিল্লা সিভিল সার্জন ডাঃ আলী নূর বশির, দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহিবুস সালাম খান, আরএমও ডাঃ কবির হোসেন, উপ-সহকারী প্রকৌশলী অর্জুন চাকমা, দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন, বনবিভাগের কর্মকর্তা আব্দুল মতিন, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার প্রমূখ।
গ্যাজেটভূক্ত ৯ জন শহীদ যোদ্ধাদের স্মরনে যেসব দপ্তরে বৃক্ষের চারা রোপন করা হয়, সে দপ্তরগুলো হল,- দেবীদ্বার উপজেলা পরিষদ প্রাঙ্গনে বড়শালঘর গ্রামের শহীদ সাগর’র স্মরনে একটি বকুল ফুলের গাছ রোপন করা হয়। এ সময় শহীদ সাগরের মা মোসাম্মৎ বিউটি আক্তার উপস্থিত ছিলেন। দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে শহীদ ছাব্বির’র স্মরনে একটি জাম গাছের চারা রোপন করা হয়। এসময় শহীদ ছাব্বিরের মা’ রীনা আক্তার উপস্থিত ছিলেন। দেবীদ্বার থানা প্রাঙ্গণে শহীদ জহিরুল ইসলামের স্মরণে একটি কৃষ্ণচুড়া ফুলের গাছ রোপন করা হয়। এসময় শহীদ জহিরুল ইসলামের মা’ মোরশেদা বেগম, স্ত্রী জান্নাতুল ফেরদৌস এবং সাড়ে ৩ বছরের একমাত্র কণ্যা সন্তান জাকিয়া ইসলাম উপস্থিত ছিলেন। দেবীদ্বার সাবরেজিষ্টার অফিস প্রাঙ্গণে শহীদ সাইফুল ইসলাম তন্ময়ের স্মরণে একটি জাম গাছ রোপন করা হয়। এসময় শহীদ সাইফুল ইসলাম তন্ময়ের বাবা মো. সফিকুল ইসলাম রানা উপস্থিত ছিলেন। উপজেলা পশু সম্পদ কার্যালয় প্রাঙ্গণে শহীদ ফয়সালের স্মরনে একটি কাঠাল গাছের চারা রোপন করা হয়। এসময় শহীদ ফয়সালের মা হাজেরা বেগম উপস্থিত ছিলেন। দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে শহীদ রুবেলের স্মরণে একটি গামারী গাছের চারা রোপন করা হয়। এসময় শহীদ রুবেলের মা হাসনেয়ারা বেগম উপস্থিত ছিলেন। দেবীদ্বার সুজাত আলী সরকারী কলেজ মাঠ প্রাঙ্গনে শহীদ সোহাগ মিয়ার স্মরনে একটি মেহগনি গাছের চারা রোপন করা হয়। এসময় শহীদ সোহাগের পরিবারের কেউ ছিলেন না। দেবীদ্বার পৌরসভা কার্যালয় প্রাঙ্গনে রবিন মিয়ার স্মরনে একটি কৃষ্ণচুড়া ফুলের গাছের চারা রোপন করা হয়। এসময় শহীদ রবিন মিয়ার পরিবারের কেউ ছিলেন না।
দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হানাত খাঁন বলেন, এ বৃক্ষের চারাগুলো নিারাপদে বেড়ে উঠার স্বার্থে নিরাপদ বেস্টুনি এবং শহীদদের নামফলকের ষ্টোন স্থাপন করা হবে। এ গাছগুলো বড় হয়ে ফল দেবে, অক্সিজেন দেবে, ফুলের সুগন্ধি দেবে, ছায়া দেবে, সবই শহীদদের রুহের শান্তিতে উৎস্বর্গীত হবে।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হানাত খাঁনের নেতৃত্বে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ৯ শহীদের স্মরণে ৯ দপ্তরে বৃক্ষের চারা রোপন করার ছবি। সংবাদ প্রকাশঃ ১৯-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=