সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা নগরীর সারদা পালের মাঠস্থিত চন্দ্রিকা গীতা কেন্দ্রের শিক্ষার্থীদের পাঠদানে সহায়ক হিসেবে প্রতিষ্ঠানকে একটি মানসম্মত স্পিকার দিলেন সুদূর আমেরিকান প্রবাসী ও সহোদর দুই ভ্রাতা ইঞ্জিনিয়ার রনজিত রায় ও ডাঃ সুজিত রায়। গেলো শুক্রবার (১৮ জুলাই) বিকেলবেলা প্রতিষ্ঠানটির কার্যালয়ে চন্দ্রিকা গীতা কেন্দ্রের পরিচালক তিথী চক্রবর্তী'র হাতে স্পিকার তুলে দেন আমেরিকান প্রবাসী ইঞ্জিনিয়ার রনজিত রায় ও ডাঃ সুজিত রায় এরপক্ষে বিশিষ্ট সমাজসেবক তাপস কুমার নাহা, কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট স্বর্নকমল নন্দী পলাশ ও কুমিল্লা টুয়েন্টিফোর টিভি'র আইন উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক এডভোকেট তাপস চন্দ্র সরকার, বিশিষ্ট স্বর্ণব্যবসায়ী সঞ্জয় সাহা ও জাগো হিন্দু পরিষদ কুমিল্লা'র সভাপতি সাগর দাস। এসময় উপস্থিত ছিলেন- চন্দ্রিকা গীতা শিক্ষালয়ের সদস্য বিষ্ণু কর ও অভিভাবক প্রতিনিধি অচ্যুত দাসসহ চন্দ্রিকা গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীবৃন্দ।
চন্দ্রিকা গীতা শিক্ষালয়ের পরিচালিকা তিথী চক্রবর্তী বলেন- চন্দ্রিকা গীতা শিক্ষালয়ে পাঠদানে সহায়ক হিসেবে আজ থেকে স্পিকার সংযোজন করা হলো। স্পিকার দিয়ে সহযোগিতা করেন সুদূর আমেরিকার প্রবাসী ইঞ্জিনিয়ার রনজিৎ রায় ও ডাঃ সুজিত রায়। আমরা ওনাদের সুস্বাস্থ্য কামনাসহ কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংবাদ প্রকাশঃ ১৯-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com