সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিবেশ ঠিক করতে হবে এবং যানজটমুক্ত করতে হবে। নারায়ণগঞ্জকে আমরা আর কোন পরিবারের কাছে বর্গা দিতে চাই না। কোন গডফাদারের কাছে বর্গা দিতে চাই না।
শুক্রবার (১৮ জুলাই) বিকালে নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রায় অংশ নিয়ে শহরের চাষাড়া গোলচত্তরে পথ সভায় একথা বলেন তিনি।
তিনি বলেন, আজ বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস। যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেয়া হয়, আমরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিলাম। সেদিন বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের ছাত্র সমাজ মাঠে নেমে এসেছিল। আজকে ফারহান ফাইয়াজের শহীদ দিবস। এদিন বহু মানুষ শহীদ হয়েছিল সন্ত্রাসী আওয়ামী লীগের বাহিনী দ্বারা।
তিনি আরও বলেন, আমরা প্রতিশ্রুতি দিতে এসেছি। নারায়ণগঞ্জ ঐতিহ্যের শহর। শ্রমিকদের জন্য নারায়ণগঞ্জ বিখ্যাত। কিন্তু শ্রমিকদের জন্য আমরা সুন্দর পরিবেশ তৈরি করতে পারিনি। ছোট ও মাঝারি ব্যাবসায়ীদের প্রোটেক্ট করতে হবে। আমরা দেখছি মাফিয়া অলিগার্কদের প্রোটেক্ট করা হচ্ছে আর ছোট ও মাঝারি ব্যাবসায়ীরা চাঁদাবাজদের কারণে ব্যাবসা করতে পারছে না।
তিনি বলেন, আপনারা গণঅভ্যুত্থানে জেগে উঠেছিলেন। সেভাবে আপনাদের জেগে থাকতে হবে। এ যুদ্ধ সেদিনই শেষ হবে যেদিন আমরা নতুন বন্দোবস্ত, জনগণের বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে পারবো।
জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আমরা তারাই এসেছি যারা রাজপথে জীবন দেয়ার জন্য এসেছিলাম। দুয়েকটি জায়গায় সন্ত্রাসী হামলা করে আমাদের ঠেকিয়ে রাখা যাবে না। আমরা শপথ নিয়েছি বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরে আসতে দেবো না।
তিনি বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ভারতীয় শক্তি একযোগে মাঠে নেমেছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে তারা আমাদের হুমকি দিতে চায়। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। তারা আওয়ামী লীগের ফাউল খেলার অংশ নিতে চায়নি। ২০১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনে মানুষ আওয়ামী লীগকে তা দেখিয়ে দিয়েছে।
আখতার হোসেন বলেন, আমরা নতুন বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন দেখি। ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হচ্ছে। সন্ত্রাসীদের দলের জায়গা দিয়ে জনগণের রাজনীতি করা সম্ভব নয়। জুলাই সনদের কথা বলা হয়েছে। মৌলিক সংস্কার বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ কার্যকর করতে অবিলম্বে নতুন সংবিধান কার্যকর করতে হবে।
তিনি বলেন, সারাদেশের আওয়ামী লীগের সন্ত্রাসীরা গোপালগঞ্জে জায়গা করে নিয়েছে। আপনারা সকলে এখানে উপস্থিত আছেন। এখানে ফ্যাসীবাদ বিরোধী আরও কয়েকটি দলের কর্মসূচি হচ্ছে। আপনারা এনসিপির ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন। আমি আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি।
এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের তওবার সুযোগ গোপালগঞ্জের ঘটনার পর শেষ। কেয়ামত হয়ে যাওয়ার পর তওবার কোন সুযোগ থাকে না। আওয়ামী লীগ ফিরে আসলে এর পরিনতি কী হবে তা গোপালগঞ্জে আপনারা দেখেছেন।
তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই। আওয়ামী লীগের সাথে আপনাদের ব্যবসা ছিল। আত্মীয়তার সম্পর্ক ছিল। আওয়ামী লীগের কারও মেয়ের জামাই কারও শালা। আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু ডেকে নিয়ে আসে। আপনারা আওয়ামী লীগের সাথে সুশীলতা দেখাতে পারেন, আমি সুশীলতা দেখাতে পারবো না।
তিনি আরও বলেন, কোন গণতান্ত্রিক উপায়ে আওয়ামী লীগের পতন হয়নি যে আপনি তাকে পুনর্বাসন করবেন। আওয়ামী লীগের পতন হয়েছে অভ্যুত্থানের মাধ্যমে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনাদের লড়াইকে আমরা সাধুবাদ জানাই। যারা টকশোতে কথা বলে তারা জ্ঞান পাপী। এই জ্ঞান পাপীদের দিয়ে পরবর্তী বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না। পথ সভায় উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় নেতা, সার্জিস আলম, সামান্থা শারমিন, এনসিপির জেলা কমিটির যুগ্ম-সমন্বয়কারী ও কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু প্রমুখ।
নারায়ণগঞ্জে এনসিপির পদযাত্রায় নেতাকর্মীর ঢল : নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় নেতাকর্মীদের ঢল নেমেছে। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণের নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়ক পূর্ণ হয়ে উঠে। শুক্রবার বিকাল পৌনে ৫টায় শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে ‘জুলাই পদযাত্রা শুরু করে দলটি। পদযাত্রার অংশ হিসেবে বিকাল ৩টায় নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় আসেন নেতারা।
নিতাইগঞ্জে মধ্যাহ্নভোজের পাশাপাশি জুলাই আন্দোলনে হতাহত পরিবারের সদস্য ও স্থানীয় দলিত সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে সেখান থেকে পদযাত্রা শুরু হয়। শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া চত্বরে। বিজয়স্তম্ভের সামনে বিকালে পথ সমাবেশ শুরু হয়। সংবাদ প্রকাশঃ ১৮-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com