ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সিটিভি নিউজ।। মানিক ঘোষ ঝিনাইদহ প্রতিনিধি-========
জিয়া পরিবার ও তারেক রহমানকে নিয়ে অপপ্রচার এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। শুক্রবার সকালে শহরের পানি উন্নয়ন বোর্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল সালামের’র নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কেসি কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল সালামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা জিয়া পরিবার ও তারেক রহমানকে নিয়ে অপপ্রচার বলেন, বিএনপি ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। নির্বাচন বাধাগ্রস্ত করতে গুজব ছড়িয়ে অরাজকতা তৈরির চেষ্টা চলছে। ছাত্রদলের নেতাকর্মীদের এসব ষড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানানো হয়। সংবাদ প্রকাশঃ ১৮-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন