সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় নবগঠিত গভর্নিং বডির সভাপতি সহ অন্যান্য সদস্যবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন মাদরাসার শিক্ষকবৃন্দ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে মাদরাসা অফিস কক্ষে মাদরাসার নবগঠিত গভর্নিং বডির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ মাওলানা এ টি এম খোরশেদ আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য সচিব ও মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো: আব্দুল জলিল মিয়াজী, বিদ্যোৎসাহী সদস্য মো: রহমত উল্লাহ, আবুল কালাম মো: শাহআলম, মোহাম্মদ আহসান উল্লাহ, অভিভাবক সদস্য মো: জাহাঙ্গীর হোসেন, মো: আবুল কাশেম, মো: মনির হোসেন, শিক্ষক প্রতিনিধি মো: নিজাম উদ্দিন, মো: মোস্তফা কামাল, মো: বাহা উদ্দিন, দাতা সদস্য মো: আলমগীর কবির রাজু। এ সময় মাদারাসার শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন কল্পে পাঠদান কার্যক্রমে যুগোপযোগী ভিন্নতা আনয়ন সহ কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে সকলে ঐক্যমত পোষণ করেন।
সভা শেষে নবগঠিত গভর্নিং বডির সদস্যরা মাদরাসার শিক্ষক-কর্মচারীদেরকে নিয়ে মাদরাসা আঙ্গিণায় বৃক্ষ রোপন কর্মসূচি-২০২৫ বাস্তবায়ন করেন। এ সময় সকলে ঐক্যবদ্ধভাবে মাদরাসার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সংবাদ প্রকাশঃ ১৭-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com