হত্যাচেষ্টার মামলায় ২ কিশোরগ্যাং সদস্য গ্রেফতার

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার ঃ বিশেষ প্রতিনিধি/===============
কুমিল্লার দেবীদ্বারে আব্দুল্লাহ আল নাহিদ নামে এক স্কুল ছাত্রকে রাস্তা থেকে তুলে নিয়ে বেধরক পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ২ অভিযুক্তকে গ্রেফতার করে মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কুমিল্লা কোট হাজতে চালান করেছে পুলিশ।
আহত আব্দুল্লাহ আল নাহিদ(১৭) দেবীদ্বার গোমতী আবাসিক এলাকার ব্যাংকার মো. হুমায়ুন কবিরের পুত্র সে দেবীদ্বার রেয়াজ উদ্দিন মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
সোমবার (১৪ জুলাই) দিবাগত ভোররাতে দেবীদ্বার থানা পুলিশ পৌর এলাকার ছোট আলমপুর গ্রামে অভিযান চালিয়ে জাকির হোসেনের পুত্র রিফাত হোসেন(১৮) ও মোগসাইর গ্রামের ইনু মিয়ার পুত্র মো. সোহাগ(১৭)কে গ্রেফতার করে।
দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কম্পেক্সে চিকিৎসারত কিশোরগ্যং-এর হামলায় আহত আব্দুল্লাহ আল নাহিদ(১৭) জানায়, গত রোববার (১৩ জুলাই) দিবাগত রাতে প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে কলেজ রোড থেকে, ছোটআলমপুর গ্রামের সগিরের পুত্র সাজ্জাদ সৌরভ(২২) তার কয়েকজন বন্ধুর সহযোগীতায় আমাকে সাজ্জাদ সৌরভের বাসায় নিয়ে যায়। সেখানে সাজ্জাদ সৌরভ আমাকে একটি সন্ত্রাসী মামলার স্বাক্ষী হতে চাপ দিতে থাকে। এসময় তার বাসায় আদিল(১৭) আরো একজনকে আটক রাখতে দেখি। আমি স্বাক্ষী দিতে রাজী না হওয়ায়,- বাপ্পী, সারোয়ার, রিফাত, কিবরিয়া চেইন, বেল্ট, গ্যাস পাইপ দিয়ে বেধরক পিটিয়ে হত্যার চেষ্টা করে। আদিলকেও ওরা অনেক মারে। আমাদের চিৎকারে এলাকার লোকজন এসে আমাদের রক্ষা করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
ওই ঘটনায় হামলার শিকার আব্দুল্লাহ আল নাহিদের মা’ লাকী আক্তার বাদী হয়ে দেবীদ্বার থানায় কিশোরগ্যাং এর সদস্য সাজ্জাত সৌরভ(২২), বাপ্পী(১৭), রিফাত(১৭), সারোয়ার(১৮), কিবরিয়াকে এজহারভূক্ত ও আরো অজ্ঞাতনামা ৪/৫ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, দেবীদ্বারে অন্যান্য অপরাধ সংগঠনের চেয়ে কিশোরগ্যাংদের দৌরাত্ম বেড়ে গেছে। এদের পক্ষে-বিপক্ষে রাজনৈতিক শক্তিরও প্রভাব রয়েছে। সবাইকে সন্ত্রাসীদের সন্ত্রাসী ভেবে তা প্রতিরোধে এগিয়ে না আসলে তাদের দমন করা খুবই কঠিন হয়ে পড়বে।

ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার ২ আসামী রিফাত হোসেন(১৭) ও মো. সোহাগ(১৮)’র থানা পুলিশ থেকে সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ১৬-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন