চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জেরে বাড়ীঘরে হামলা-ভাংচুর, আহত ৩

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা সংবাদদাতা জানান ====: কুমিল্লার চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে কাজী মো: মুকবুল আহাম্মদ নামে এক ব্যক্তির বাড়ীঘরে সন্ত্রাসী কায়দায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন নারী আহত হওয়া সহ কমপক্ষে এক লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গীশ্বর কাজী বাড়ীতে। এ ঘটনায় ভুক্তভোগি একই গ্রামের মৃত নুরজ্জামানের ছেলে কাজী মুকবুল আহাম্মদ মঙ্গলবার রাতেই তিনজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ১০/১২জনকে আসামী করে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গীশ্বর কাজী বাড়ীর মৃত নুরুজ্জামানের ছেলে কাজী মো: মুকবুল আহাম্মদের সাথে দীর্ঘদিন যাবৎ একই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে আব্দুল জলিল গংদের সাথে বসতবাড়ীর জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এ ঘটনার জেরে গত মঙ্গলবার সন্ধ্যায় আব্দুল জলিল, তার ভাই মো: লিটন ও পাশ্ববর্তী ঝাটিয়ারখিল গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে মো: বাহাদুরের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী প্রকৃতির লোকজন পূর্বপরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুকবুল আহাম্মদের বসতবাড়ীতে হামলা-ভাংচুর চালায়। এ সময় বাধা দিতে গেলে হামলাকারীরা মুকবুল আহাম্মদের স্ত্রী সহিদা বেগম, মেয়ে শিল্পি আক্তার এবং পূত্রবধু মরিয়ম বেগমকে বেধড়ক মারধর করে। অভিযুক্ত ২নং আসামী মো: লিটন ভুক্তভোগি মুকবুল আহাম্মেদের পুত্রবধূ মরিয়মের পরিধেয় বস্ত্র নিয়ে টানা-হেচড়া সহ শ্লীলতাহানীর চেষ্টা করে। পরে আহতদের শোর-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা ভুক্তভোগিদের প্রাণনাশের হুমকি সহ এ ঘটনায় বাড়াবাড়ি করলে দেখে নেওয়ার হুমকি প্রদান করে। ন্যাক্কারজনক এ হামলায় মুকবুল আহাম্মদের বসতবাড়ীর টিনের সীমানা প্রাচীর ভাংচুর করা সহ অন্তত এক লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই হামলাকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগির পরিবার। অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ভুক্তভোগি কাজী মুকবুল আহাম্মেদ বলেন, আমি সন্ধ্যায় ধোড়করা বাজারে ছিলাম। আব্দুল জলিল ও লিটনের নেতৃত্বে অপরাপর সন্ত্রাসীরা রাতের আঁধারে আমার বাড়ীঘরে হামলা চালায়। তাদের সাথে আমার পূর্ব বিরোধ রয়েছে। সামাজিকভাবে বিষয়টির মীমাংসা করার চেষ্টা করলেও তারা শালিস মানে না। আমি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, ভুক্তভোগি কর্তৃক অভিযোগ পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ প্রকাশঃ ১৬-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=