আমাদের শাসনামলেই এসকল হত্যাকান্ডের বিচার হবে : আসিফ নজরুল

সিটিভি নিউজ।। এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ=================
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আমাদের লোকদের এমন ভাবে হত্যা করা হল, অঙ্গ হানি করা হল, এর বিচার কোথায়? আমি দৃঢ়ভাবে জানাতে চাই বিচার এগিয়ে যাচ্ছে। আমাদের শাসনামলেই এসকল হত্যাকান্ডের বিচার হবে।
সোমবার (১৪ জুলাই) বিকালে নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, গত পনেরো বছর যে ফ্যাসিস্ট শাসন হয়েছে। মানুষ সেই ফ্যাসিস্টকে উৎখাত করেছে। আপনাদের যে আত্মত্যাগ এখানে ২২ জন শহীদ হয়েছে এবং সাড়ে তিনশ মানুষ আহত হয়েছে।
তিনি আরও বলেন, এখানে মামলা গুলোর তদন্তের অনেক অগ্রগতি হয়েছে। আমি তাদের অনুরোধ করেছি চেষ্টা করুন পাঁচ আগষ্টের আগে চার্জশিট দেয়ার জন্য। তারা জানিয়েছেন অনেক মামলায় তারা চার্জশিট দিতে পারবেন। অনেকে বলেছে ফ্যাসিস্টদের শক্তি মামলা করেছে এলাকায় যেতে দিচ্ছে না। আমি ডিসি ও এসপি সাহেবকে অনুরোধ করবো আপনারা তাদের সর্বোচ্চ নিরাপত্তা দিবেন।
আমরা জুলাইয়ে বিজয়ী হয়েছিলাম কারণ আমরা সকলে একটি পরিবারে পরিনত হয়েছিলাম। আমাদের এই ঐক্যকে ধরে রাখতে হবে।
তিনি বলেন, স্থানীয়ভাবে অনেক হত্যাকান্ড ও চাঁদাবাজি হচ্ছে। আপনারা জুলাইয়ের মত ঐক্যবদ্ধ থাকলে অবশ্যই চাঁদাবাজদের প্রতিরোধ করতে পারবেন। প্রশাসন আপনাদের সর্বোচ্চ সহযোগীতা করবে।
এ সময় উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, জ¦ালানি উপদেষ্টা ফাওজুল কবির । সংবাদ প্রকাশঃ ১৪-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=