সিটিভি নিউজ।। প্রেস বিজ্ঞপ্তি:======== গত ১১ জুলাই শুক্রবার, নগরীর বাগিচাগাঁও কুমিল্লা আইডিয়াল কলেজ মিলনায়তনে রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগরের ২০২৫-২৬ রোটারী বর্ষের ইয়ার লাঞ্চিং মিটিং অনুষ্ঠিত হয়।
ক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট রো. রাব্বী খন্দকার হৃদয়ের সভাপতিত্বে প্রথমে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন ক্লাবের সচিব রো. কবি আজিম উল্যাহ হানিফ। এরপর সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন শেষে রোটার্যা প্রত্যয় পাঠ করেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রো. মুনতাসির সবুজ।
উক্ত মিটিং এ শুভেচ্ছা বক্তব্য রাখেন রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগর এর প্রতিষ্ঠাতা আরসিসি অধ্যক্ষ রোটারিয়ান মহিউদ্দিন লিটন, রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার পিপি আবদুল্লাহিল বাকী, কুমিল্লা পুলিশ লাইন হাইস্কুলের সাবেক শিক্ষিকা তাহমিনা শবনম, রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং সাগরিকার পিপি শাখাওয়াত হোসেন রিয়াদ, রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা মেঘনার উপদেষ্টা রো. মহিউদ্দিন নায়েল, রোটার্যাক্ট ক্লাব অব ময়নামতির পিপি মাসুমুল বারী কায়সার, পিপি নাজমুল হুদা সোহাগ, রোটার্যাক্ট ক্লাব অব ময়নামতির প্রেসিডেন্ট ফারিয়া, সচিব ইয়াসির হানজালা ইফতি, রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা মেঘনার সচিব রো. সাগর দেবনাথ, রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগরের পিপি আবু নেছার উদ্দিন, পিপি মাইনুল আরেফীন তমাল, পিপি পিন্টু চন্দ্র সরকার, সদ্য বিদায়ী প্রেসিডেন্ট সাবেকুন নাহার সনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট কবি রো. খাজিনা আক্তার, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রো. সুমাইয়া হিমি, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রো. আহমেদ অন্তর, ফিন্যান্সিয়াল সার্ভিস ডিরেক্টর রো. খালেদ হাজারী, চীফ সার্জেন্ট এ্যাট আর্মস রো. প্রীতম দে, সার্জেন্ট এ্যাট আর্মস পিয়ন্তু পোদ্দার প্রমুখ। সংবাদ প্রকাশঃ ১৩-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com