জুলাই শহীদের স্মরণে কালীগঞ্জে বিএনপি নেতা হামিদের বৃক্ষরোপণ কর্মসূচি

সিটিভি নিউজ।। মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি:==============
জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদের স্মরণে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়ার যুগ আহবায়ক হামিদুল ইসলাম হামিদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছেন।

রবিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার সময় কালীগঞ্জের শহীদ নুর আলী ডিগ্রী কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে ফলের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন শহীদ নুরআলী কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু, উপজেলা বিএনপির সাবেক সদস্য আনোয়ারুল ইসলাম রবি, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এ আর শফিক, সহসাংগঠনিক সামিউল নাঈমুর রহমান পিয়াস, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাকিব হোসেন, হাবিবুর রহমান হাবিব, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাওন আহমেদ, তাজুল, কলেজ ছাত্রদলের বাপ্পি, শ্রমিক নেতা আক্তার হোসেন, উপজেলা জাসাসের আহবায়ক প্রভাষক কবির বিশ্বাস কলেজ শিক্ষক আব্দুর রহমানসহ শহীদ নুর আলী কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ এবং উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় শহীদ নূর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ ছাত্তার তরু বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বরণে ব্যতিক্রমধর্মী এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। গতানুগতিকতার বাহিরে গিয়ে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপণ দেশে সবুজ বনায়নে সহায়ক ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

এ প্রসঙ্গে বিএনপি নেতা হামিদ বলেন, দেশপ্রেম ও পরিবেশ রক্ষার চেতনাকে ধারণ করে এবং জুলাই ২০২৪ এ শহীদদের স্মরনে আমরা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ হাজার বিভিন্ন ফলজ, বনজ ও পরিবেশবান্ধব বৃক্ষের চারা রোপন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিটা কর্মী শুধু রাজনীতিতেই নয়, পরিবেশ উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, জুলাই ২৪ এ যাঁরা দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও অধিকার রক্ষায় প্রাণ দিয়েছেন, তাঁদের স্মৃতি যেন হারিয়ে না যায়, সেই চেতনা থেকেই আমাদের এই বৃক্ষরোপন। সারা বাংলাদেশে বিএনপির প্রতিটি ইউনিটের নেতাকর্মী বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নিচ্ছে একটাই লক্ষ সবুজ বিপ্লব গড়ে তোলা। সংবাদ প্রকাশঃ ১৩-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন