ব্রাহ্মণপাড়ায় বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে প্রশাসনের অভিযান

সিটিভি নিউজ।। আতাউর রহমান, ব্রাহ্মণপাড়া ( কুমিল্লা ) প্রতিনিধি =====================
‘যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলি, পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখি’ এ স্লোগান নিয়ে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখতে নানা উদ্যোগ নিয়েছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় খাল ও ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার ( ১১ জুলাই ) সকালে উপজেলা সদরের পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন খাল অপরিচ্ছন্ন অবস্থায় থাকায় পানির স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। চলমান বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখতে নানা উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকার পশ্চিমপাড়ায় মন্দির সংলগ্ন এলাকার একটি রাস্তার জলাবদ্ধতা দূর করে জনসাধারণের চলাচলের পথ সুগম করে প্রতিবন্ধকতা দূর করা হয়। এছাড়াও পানি-নিষ্কাশনের পাইপ পরিষ্কার করে মাটি কেটে ড্রেনেজ ব্যবস্থা সচল করা হয়।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান বলেন, এই উপজেলায় পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব পদক্ষেপের মাধ্যমে বর্ষাকালে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রেখে জনসাধারণের দুর্ভোগ কমানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়াও এই উপজেলায় পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে নতুন ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা বা বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ দূষণের পাশাপাশি পানি নিষ্কাশন ব্যবস্থাও ব্যাহত করা হচ্ছে। তাই আমাদের সকলকেই এ বিষয়ে সচেতন হওয়া জরুরি। উপজেলাবাসী সচেতন হলে আমাদের নেওয়া উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়িত হবে। সংবাদ প্রকাশঃ ১৩-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন