সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার: রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) এর সামনে সংগঠিত বর্বরোচিত হত্যাকান্ড সহ সারাদেশে খুন, ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার করে অবিলম্বে সুবিচার নিশ্চিতের দাবিতে ছাত্র-জনতার ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) বিকালে চৌদ্দগ্রাম বাজারে ফ্যাসিবাদ বিরোধী সাধারণ ছাত্র-জনতার আয়োজনে এ উপলক্ষে আয়োজিত বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সাধারণ ছাত্র-জনতা ও ফ্যাসিবাদ বিরোধী বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলো পদক্ষিণ শেষে হায়দার শপিং কমপ্লেক্স এর সামনে এসে সমাপ্ত হয়। মিছিলটি ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত ছিল।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র-ঐক্যের নেতা মো: জাহিদ তালুকদার, সাবেক ছাত্র নেতা মো: ইফতেখার উদ্দিন মিশকাত, সৈয়দ কামরুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, গত বুধবার (০৯ জুলাই) মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর দিয়ে থেতলে নির্মমভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত যুবদল নেতাকর্মীদের কঠোর শাস্তির দাবিতে সারা বাংলাদেশ আজ উত্তাল। এরই ধারাবাহিকতায় চৌদ্দগ্রামের সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে আজকের এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ। এ সমাবেশ থেকে আমরা আলোচিত এ হত্যাকান্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি। এছাড়াও সারাদেশে ছাত্রদল, যুবদল কর্তৃক সংগঠিত সকল খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ বিভিন্ন অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকান্ডে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। মিটফোর্ডের সামনের চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন বক্তারা। সংবাদ প্রকাশঃ ১৩-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com