কালীগঞ্জে বিদেশী পিস্তল সহ একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ঘ্যানা গ্রেফতার

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী বাবলুর রহমান ওরফে ঘ্যানা গ্রেফতার। শুক্রবার (১১ জুলাই) রাত ৮টার দিকে লে. কর্ণেল মাকসুদুল আলম পিএসসির নেতৃত্বে সেনাবাহিনী, র্যাব এবং কালীগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার দুধরাজপুর গ্রাম থেকে একটি বিদেশী পিস্তলসহ ঘ্যানাকে গ্রেফতার করা হয়। সে গোপালপুর গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে।
জানা গেছে, গত আওয়ামীলীগ সরকারের সময় ঘ্যানা ওই দলের ক্যাডার হিসাবে এলাকায় সাধারণ মানুষের প্রতি অনেক অন্যায়, অত্যাচার ও নিপিড়ন করেছে। গত বছর ৫ আগষ্টের পর নিজের অবস্থান পরিবর্তন করে বিএনপিতে আসার চেষ্টা করতে থাকে। এই শীর্ষ সন্ত্রাসী উপজেলার পূর্ব অঞ্চলের আতঙ্ক ছিল। ঘ্যানা গত ১ বছরে অসংখ্য চাঁদাবাজি ও লুটপাটের সাথে জড়িত বলে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সর্বশেষ ১ জুন জামাল ইউনিয়নে বিএনপি কর্মী আপন দুই ভাই ইউনুস আলী ও মহব্বত আলী হত্যাকান্ডের এজাহারভুক্ত ২৪ নম্বর আসামী হয়ে গা ঢাকা দেয় ঘ্যানা।
এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এর আগে তার (ঘ্যানা) বিরুদ্ধে ৪ টি মামলা আছে। গতকাল সে বিদেশী একটি পিস্তলসহ যৌথব াহিনীর হাতে গ্রেফতার হয়েছে। এখন সে থানা হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে ঘ্যানাকে জেলা হাজতে প্রেরন করা হবে। সংবাদ প্রকাশঃ ১২-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=