
সিটিভি নিউজ।। বর্ষাকালে বিভিন্ন ধরনের রোগের প্রকোপ বেড়ে যায়। সেসবের মধ্যে অন্যতম হচ্ছে====
কনজাংটিভাইটিস: ভাইরাস, ব্যাকটেরিয়া বা
অন্য কোনো কারণে কনজাংটিভাতে প্রদাহ হলে সেটিকে ‘কনজাংটিভাইটিস’ বলে। এটি এক ধরনের সংক্রামক রোগ। চোখ লাল হওয়া, চোখ থেকে হলুদ আঠালো পদার্থ বের হওয়া, চোখ থেকে পানি পড়া, চোখে চুলকানি এটির সাধারণ লক্ষণ।
স্টাই: এটি ব্যাকটেরিয়ার সংক্রমণজনিত রোগ।
আমাদের চোখের পাতার গোড়ার কাছে এক বা একাধিক ছোট গ্রন্থি রয়েছে। বৃষ্টির কারণে চোখে ধুলাবালি বা অন্যান্য পদার্থগুলো এই গ্রন্থিগুলোতে আটকে গিয়ে এই রোগ হয়ে থাকে। চোখ লাল হওয়া, চোখে ব্যথা ইত্যাদি এই রোগের প্রাথমিক লক্ষণ।
শুষ্ক চোখ: আমাদের চোখের ওপর পানির পাতলা আস্তরণ রয়েছে, যা চোখ সুস্থ রাখতে বিশেষ ভূমিকা রাখে। এই পানি যদি কমে যায় তাহলে চোখ শুকিয়ে যায়। প্রাথমিক লক্ষণের মধ্যে চোখ জ্বালাপোড়া করা, খচখচ করা, অস্বস্তি, চোখ দিয়ে পানি পড়া এটির অন্যতম লক্ষণ।
কর্নিয়ায় ক্ষত: কর্নিয়া হলো আমাদের চোখের সবচেয়ে সামনের স্বচ্ছ অংশ। বিভিন্ন ব্যাকটেরিয়া,
ভাইরাস, ছত্রাক বা পরজীবের সংক্রমণের কারণে কর্নিয়ার ক্ষত হয়ে থাকে। বিশেষ করে বর্ষাকালে বাতাসের আর্দ্রতা ভাইরাসের বৃদ্ধি ও সংখ্যা বৃদ্ধির জন্য অনুকূল অবস্থা তৈরি করে। চোখ ব্যথা, লাল হওয়া, পানি পড়া, দৃষ্টিশক্তি কমে যাওয়া এটির লক্ষণগুলোর মধ্যে অন্যতম।
চিকিৎসা: ভাইরাল সংক্রমণের জন্য সাধারণত
বিশ্রাম, ঠাণ্ডা সেক এবং চোখের ড্রপ ব্যবহার করে সংক্রমণের জন্য অ্যান্টিবায়োটিক চোখের ড্রপ বা
লক্ষণগুলো উপশম হয় ব্যাকটেরিয়াজনিত
মলম প্রয়োজন হতে পারে
প্রতিরোধে করণীয়:
ঘন ঘন চোখ ঘষা থেকে
নোংরা হাতে চোখ স্পর্শ
বিরত থাকতে হবে
ব্যবহার্য রুমাল বা তোয়ালে
থেকে বিরত থাকুন
কারো সঙ্গে শেয়ার করবেন না ব্যবহার্য কন্টাক্ট
লেন্স কারো সঙ্গে শেয়ার করবেন না
বাতাস,
ধুলাবালির সংস্পর্শে এলে চোখের সুরক্ষা চশমা
ব্যবহার করুন বর্ষাকালে সুইমিংপুল ব্যবহার করা এড়িয়ে চলুন। কারণ সুইমিংপুলের পানি চোখে সংক্রমণ বাড়াতে পারে
পরামর্শ দিয়েছেন
ডা. মো. আরমান হোসেন রনি
কনসালট্যান্ট
দীন মোহাম্মদ আই হসপিটাল, সোবহানবাগ, ঢাকা। সংবাদ প্রকাশঃ ০৮-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=