অবৈধভাবে ভারতে মানব পাচারকালে বাংলাদেশী নাগরিকসহ পাচারকারীকে আটক করেছে বিজিবি

সিটিভি নিউজ।। প্রেসবিজ্ঞপ্তি।। গত ৭ জুলাই সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ খারেরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-২০৭১/২ এস হতে আনুঃ ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলবাড়ী নামক এলাকা হতে অবৈধভাবে ভারতে পাচারকালে ০৩ (জন) জন বাংলাদেশী নাগরিক যথাক্রমে ((ক) সোহাগ মিয়া (২৬), পিতাঃ উসমান গনি, মাতাঃ ফরিদা পারভিন, গ্রাম- বিজয়পুর, পোঃ রানি খং, থানাঃ দুর্গাপুর, জেলাঃ নেত্রকোনা, (খ) সাইদুর হক(২৪) , পিতা- রহম আলী, মাতা- ফুলবাবু , গ্রাম- বলিয়া কান্দা, পোস্টঃ বিলযোড়া, থানা- পূর্বধলা, জেলাঃ নেত্রকোনা, (গ) মোঃ হজরত আলী(২৮) , পিতাঃ উসমান গনি, মাতাঃ আমেনা খাতুন, গ্রামঃ বিজয়পুর, পোষ্টঃ রানি খং, থানাঃ রানি খং, জেলাঃ নেত্রকোনা) এবং ০২ (দুই) জন মানব পাচারকারী ((ক) মোঃ বিল্লাল (৪৫), পিতা-আব্দুল করিম, মাতা-মোছাঃ তাহেরা বেগম, গ্রাম-খারেরা, পোষ্ট-ফকির বাজার, থানা-বুড়িচং থানা, জেলা- কুমিল্লা, (খ) হাবিবুর রহমান (৩০), পিতা- মোঃআবদুর সাত্তার , মাতা-রোখসানা বেগম, গ্রাম-পাহাড়পুর, পোষ্ট- ফকির বাজার থানা-বুড়িচং জেলা- কুমিল্লা) সহ ০১ টি সিএনজিকে বিজিবি টহলদল কর্তৃক আটক করে। এছাড়াও ০২ জন পাচাকারী ((ক) মোঃ নাজমুল হোসেন (৩২), পিতাঃ আবু তাহের, গ্রামঃ বেলবাড়ি, পোষ্টঃ ফকির বাজার, থানাঃ বুড়িচং, জেলাঃ কুমিল্লা, (খ) মোঃ আব্দুল আলিম (৪২), পিতাঃ তারু মিয়া, গ্রামঃ বেলবাড়ী, পোষ্টঃ ফকির বাজার, থানাঃ বুড়িচং, জেলাঃ কুমিল্লা) পলাতক রয়েছে।
আটককৃত ব্যক্তিদেরকে কুমিল্লা জেলার বুড়িচং থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক মানব পাচারকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি টহলের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ০৮-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন