
সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুরশীদ বলেছেন, আমরা পুরে মাসটিকে ডেডিকেটেড করেছি এই জুলাই আন্দোলনের উপরে। যারা চলে গেছে তাদের পরিবারে গিয়ে এটা বলা যে আমরা তোমাদের ভুলিনি এবং তোমাদের ভুলবো না। তোমরা যে আত্মত্যাগ করে গেলে, যে ক্ষতি তোমাদের হল সেটার জন্য রাষ্ট্র সর্বোচ্চ করবে, এদেশের মানুষও তাদের স্মরণে রাখবে। এটা যেন আমাদের মননে থাকে বয়নে থাকে।
রবিবার (৬ জুলাই) বেলা ১১টায় শহরের নয়ামাটি এলাকায় শহীদ রিয়া গোপের বাড়িতে যান সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুরশীদ
তিনি আরও বলেন, ছোট্ট রিয়ার নামে একটি স্টেডিয়ামও হয়েছে। সেখানে বাচ্চারা যখন খেলতে যাবে। এখানে বছরের পর বছর যুগের পর যুগ রিয়া গোপের নামটা থাকবে। তারা যখনি দেখবে তখনি জিজ্ঞেস করবে তারা এই নাম দেয়া হল কেন। তখনই রিয়ার গল্পটা সবাই জানবে।
তিনি বলেন, স্টেডিয়ামে সুন্দর কর্ণার থাকবে। সেখানে আমাদের যে বাচ্চারা হারিয়ে গেছে। তাদের নামসহ কর্ণার থাকবে। আজ রিয়ার মায়ের কাছে আসতে পেরেছি। সকল শহীদের বাড়িতে যাওয়া কঠিন তবে এই এগারোটি মেয়ে যারা শহীদ হল এই প্রথম এগারোজন মেয়ে ও ১৩৫টি শিশু শহীদ হল আমরা তাদের পরিবারের চোখের জল মুছে দিতে চাই।
এসময় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ০৬-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=