সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাটে চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ সিএনজি চালকরা। শুক্রবার (৪ জুলাই) সকাল থেকে ৬ঘন্টা ধর্মঘট করে গাড়ী চালানো বন্ধ করে দেয়। এতে আড়াইহাজার, রামচন্দ্রদী এবং গোপালদী এলাকার শতাধিক সিএনজি চালক তাদের গাড়ি বন্ধ রেখে সকাল থেকে রামচন্দ্রদী এলাকায় সমবেত হন। এতে করে ওই রুটে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।
স্থানীয় সিএনজি চালক জিলানী ও নজরুল ইসলাম জানান, ফেরিঘাটে টোল প্রদানের পরও চাঁদাবাজরা প্রতিবার তাদের কাছ থেকে ১৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করে।
তাদের অভিযোগ, এই চাঁদাবাজির নেতৃত্ব দিচ্ছেন হারুন নামে বিএনপির এক কর্মী, যিনি সাবেক ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেনের অনুসারী। আর হামজালা কেন্দ্রীয় বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারী।
সিএনজি চালকরা জানান, হারুনের নেতৃত্বে একটি চক্র নিয়মিতভাবে এই অবৈধ আদায় কার্যক্রম চালিয়ে আসছে। ঘটনার খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে যৌথবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চালকদের সঙ্গে কথা বলেন তারা। অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা শান্ত হন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ চালকদের শান্ত করেছে। তিনি বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। এই আশ্বাসের পর চালকরা তাদের বিক্ষোভ স্থগিত করে। সংবাদ প্রকাশঃ ০৪-০৭-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=